উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব
৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
চলতি বছর জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজিতে তুষারপাতের অপেক্ষা দীর্ঘ হয়েছে। এই বিলম্ব ১৩০ বছরের মধ্যে প্রথমবার হলো। সাধারণত অক্টোবরের শুরুতেই পর্বতের চূড়ায় তুষার দেখা যায়। কিন্তু এ বছর অস্বাভাবিক গরম আবহাওয়ার কারণে মাউন্ট ফুজিতে তুষারপাত শুরু হয়নি। ২০২৩ সালে মাউন্ট ফুজির শীর্ষে প্রথম তুষার দেখা গিয়েছিল ৫ অক্টোবর, এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী। তবে এ বছর, জুন থেকে আগস্টের মধ্যে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা জাপানে সর্বাধিক গ্রীষ্মকালীন রেকর্ড হয়েছে। সেপ্টেম্বর মাসেও তাপমাত্রা অস্বাভাবিক ছিল কারণ সাবট্রপিক্যাল জেট স্ট্রিম উত্তর দিকে অবস্থান করেছিল, যা জাপানে দক্ষিণ দিক থেকে উষ্ণ বায়ু প্রবাহকে আরও বাড়িয়েছিল। তাপমাত্রা জমাট বাঁধার অবশ্যই শূন্য ডিগ্রিতে থাকা প্রয়োজন, কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশি তাপমাত্রার কারণে তুষারপাত এখনো শুরু হয়নি। অক্টোবরে তাপমাত্রা কিছুটা কমে এলেও গড় তাপমাত্রার চেয়ে এখনো কিছুটা। তাপমাত্রা কম না হওয়ায় মাউন্ট ফুজি এই বছর নভেম্বর পর্যন্ত তুষারপাতের জন্য অপেক্ষা করতে হবে। ১৮৯৪ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে দীর্ঘ সময়। ১৯৫৫ এবং ২০১৬ সালে শেষবারের মতো ২৬ অক্টোবর পর্যন্ত তুষারপাতের জন্য অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন কফু লোকাল মেটিওরোলজিক্যাল অফিসের কর্মকর্তা ইউতাকা কাতসুতা। জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির উচ্চতা ৩,৭৭৬ মিটার (১২,৪৬০ ফুট)। এটি টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং স্পষ্ট দিনে এটি রাজধানী শহর থেকে দৃশ্যমান হয়। ফুজির প্রাকৃতিক সৌন্দর্য জাপানি ঐতিহ্যবাহী কাঠের ছাপ শিল্পে বিখ্যাত। গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২,২০,০০০ পর্যটক মাউন্ট ফুজির শীর্ষে ভ্রমণ ও আরোহণ করেছিলেন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, একক কোনো ঘটনা সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত নাও হতে পারে, তবে মাউন্ট ফুজির শীর্ষে তুষারপাতের বিলম্ব বিশ্ব উষ্ণায়নের কারণে যা ভবিষ্যতে আরো প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
টিকটকের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনী