ইরাকি মিলিশিয়াদের সহায়তা নিতে পারে ইরান, সর্বোচ্চ প্রস্তুতিতে ইসরাইল
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ এএম
সূত্রের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলার জবাব দিতে ইরাকি সেনাবাহিনীর সাহায্য নিতে পারে ইরান। ইরানের পাল্টা জবাব মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে। সূত্রটির তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলার জবাব দিতে ইরাকি মিলিশিয়া দলগুলোর সাহায্য নিতে পারে ইরান। এর আগে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওয়েস জানিয়েছিল, ইসরাইলের হামলার জবাব দিতে ইরান প্রতিবেশী ইরাকের ভূখ- ব্যবহার করতে পারে। ইসরাইলের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেছেন, গত ২৬ অক্টোবর ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলার জবাবে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা চালাতে ইরাকের মিলিয়াশিয়া বাহিনীগুলোকে ব্যবহার করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তেহরানের। গত ২৬ অক্টোবর ওই হামলার পর ইরান পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা। বুধবার ইসরাইলি সূত্রটি সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট তারিখ না জানালেও বলেছে, হামলাটি সম্ভবত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছিলেন, ইসরাইলের হামলার জবাব দিতে ‘হাতে থাকা সব হাতিয়ারই’ কাজে লাগাবে তেহরান। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রধান কামাল খাররাজি বলেছেন, “এবার ইরান হামলা চালালে আরও শক্তিশালী হামলা চালাবে।” গত ১ অক্টোবর ইরান ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালিয়েছিল। ওই হামলার জবাব দিতে ২৬ অক্টোবর ভোররাতে ইরানে পাল্টা হামলা চালায় ইসরাইল। ইসরাইলের দাবি, তারা প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে তেহরানের আশপাশে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশের সামরিক লক্ষ্যস্থলগুলোতে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রধান কামাল খাররাজি বলেন, “আমরা এখন পর্যন্ত পশ্চিমাদের, বিশেষ করে ইউরোপীয়দের সঙ্গে যথেষ্ট সংবেদনশীল আচরণ করছি। কিন্তু তারা কখনই আমাদের সঙ্গে সংবেদনশীল আচরণ করে না। বিশেষ করে ইরানের আঞ্চলিক অখ-তার বিষয়ে। তারা যদি আমাদের সঙ্গে সংবেদনশীল না হয় তাহলে আমরাও কঠোর হতে বাধ্য হবো।” সিএনএন জানায়, তাই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, “ইরান পরমাণু অস্ত্র তৈরিতেও সক্ষম। তবে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে অস্ত্র ব্যবহার দমন করা হয়েছে।” ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “ইরানের শাসকগোষ্ঠীর নেতাদের নির্লজ্জের মত কথায় সত্য ঢাকা যায়না। প্রয়োজন হলে আমরা ইরানের যেকোনো স্থানে পৌঁছানোর ক্ষমতা রাখি।” এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার শুক্রবার বলেছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত অস্ত্র সরঞ্জাব মোতায়েনের নির্দেশ দিয়েছে যা আগামী কয়েক মাসের মধ্যে পৌঁছাবে। রাইডার বলেন, অস্ত্র সরঞ্জামের মধ্যে অতিরিক্ত ডেস্ট্রয়ার, ফাইটার স্কোয়াড্রন এবং বেশ কয়েকটি বি-৫২ দূরপাল্লার স্ট্রাইক বোমারু বিমান থাকবে। ইউএসএস বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনযোগে অস্ত্র ও সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল
গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর
শত্রুদের যে বার্তা দিলেন কিম
আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া
স্বামী ও ৬ সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী
গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান
সন-টটেনহ্যাম চুক্তির মেয়াদ বৃদ্ধি
ইবি’র পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস