বিধ্বংসী অস্ত্রে ইসরাইলে হামলার প্রস্তুতি ইরানের
০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
আবারো ইসরাইলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এবার আগের দু’দফার চেয়ে হামলার ধরণ হবে অনেকটা আলাদা। নতুন এই হামলায় ব্যবহার করা হবে এমন সব শক্তিশালী অস্ত্র যা আগের হামলাগুলোয় ব্যবহার করা হয়নি। ইরানি ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। একজন মিশরীয় কর্মকর্তা বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল যে ২৬ অক্টোবর ইরানি ভূখণ্ডে ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়া হবে শক্তিশালী ও জটিল। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু ইসরাইলি হামলায় তাদের সামরিক বাহিনীর চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হয়েছে। তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এই অভিযানে জড়িত থাকবে। ইরানি ওই কর্মকর্তা আরও বলেছেন, এবারের আক্রমণে ইসরাইলি সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে নতুন হামলা আগেরগুলোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এবার এই হামলায় ব্যবহার করা হতে পারে ইরাকি ভূখণ্ড। উল্লেখ্য, বিভিন্ন হামলার জবাবে প্রতিশোধমূলক হিসেবে গত ১৩-১৪ এপ্রিল এবং ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিক্রিয়ায় ইসরাইলও দু’ দফা হামলা চালায় ইরানে। অপর এক খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলের ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন। সাম্প্রতিক ইসরাইলি হামলার ঘটনায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তিনি এই মন্তব্য করেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই করা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শহীদদের পরিবার রোববার আয়াতুল্লাহ খামেনির সাথে বৈঠক করেছেন। খামেনি নিহত পরিবারের সদস্যদের ধৈর্য্যের জন্য প্রার্থনা করেন। নিহত পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে খামেনি বলেন, ‘ইসরাইলকে মোকাবেলায় দেশ ও জাতিকে রক্ষা করতে গিয়ে এই প্রিয়জনদের মৃত্যু তাৎপর্যপূর্ণ শাহাদাত। ইসরাইল ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু।’ ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ২৬ অক্টোবর শনিবার রাতে ইসরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা করে।এসময় ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে তাদের চারজন যোদ্ধা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়। এদিকে লন্ডন-ভিত্তিক সউদী সংবাদমাধ্যম ইলাফ নিউজ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থা অনুমান করছে, ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালাতে পারে ইরান।যদি ইরানপন্থি মিলিশিয়িরা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলে হামলা চালায়,সেক্ষেত্রে বাগদাদকে সতর্ক করেছে ইসরাইল। মার্কিন নির্বাচন অনুষ্ঠানের বাকি আছে মাত্র দুদিন।তার আগে ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা করে কি না ইরান, তাই এখন দেখার বিষয়। ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অব ইসরাইল, তাসনিম নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী লড়ছেন মার্কিন নির্বাচনে
নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল জানা যাবে কখন?
রাজধানীতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু
নিরাপত্তা তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহু’র শীর্ষ চার কর্মকর্তা গ্রেফতার
ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা
যশোরে স্কুল ছাত্রীর হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার
জাল ফেললেই ওঠছে প্রচুর ইলিশ
ট্রাম্প না কমলা, কে পাবেন মুসলিম ভোট?
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান মোতায়েন ‘অস্থিতিশীল উপস্থিতি’: ইরান
‘গণপিটুনিতে’ সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত
বিকেলে সিদ্ধান্ত এলপি গ্যাসের দাম কমবে না বাড়বে
ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
বেরোবিতে ফের ছয় যুগল আটক
রাত পোহালে ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন
ফের গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ
যশোরে আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ ৪ জন আটক
শাকিব-পূজার প্রেমের গুঞ্জনে মুখ খুললো পূজা চেরি
নেইমার ছিটকে গেলেন আবারও
প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে নারী দল