ইসরাইলি অর্থনীতির ভবিষ্যত অন্ধকার, বেকারত্ব বেড়েছে
০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রদবদল আনা হয়েছে মন্ত্রিসভায়ও। গ্যালান্টের জায়গায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর কাটজের স্থলাভিষিক্ত হয়েছেন গিডিওন সার, যিনি এখন নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে আটকে থাকা ইসরাইলি নাগরিকদের মুক্তির বিষয়ে আপসের আহ্বান জানানোর পরই গ্যালান্টের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের অবনতি ঘটে। মঙ্গলবার নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কয়েক মাস ধরে বিশ্বাসের ঘাটতি দেখা দেওয়ায় আমি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে গ্যালান্টকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে প্রেসেডন্ট নির্বাচন চলছে, যা ইসরাইলের প্রধান সামরিক মিত্র বলে পরিচিত। গ্যালান্ট বরখাস্ত হওয়ার পর এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা তার জীবনের ‘অবিচল লক্ষ্য’ হিসেবে থাকবে। গত বছর ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে ১ হাজার ২০৬ জন নিহত হন। এরপর থেকেই গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এএফপি এ খবর জানায়। অপর এক খবরে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের অর্থনীতি বিষয়ক একটি পত্রিকা একথা স্বীকার করেছে যে, গাজা যুদ্ধ তেল আবিবের অর্থনীতির ওপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিষয়টি এমন অবস্থায় পৌঁছেছে যে, এই যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও ইসরাইল সরকারের পক্ষে অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলা করা সম্ভব হবে না। দি মার্কার পত্রিকার প্রতিবেদনে ইসরাইলের চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে: গত এক বছরে ইসরাইলে বেকারত্বের হার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং ২০২৪ সালের শেষ নাগাদ এই পরিস্থিতির আরো অবনতি হবে। বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দি মার্কার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দক্ষিণ লেবাননে সে যুদ্ধের বিস্তারের ফলে পরস্থিতির আরো অবনতি হয়েছে। এই ইসরাইলি দৈনিকটির ভাষ্যমতে, ২০২৪ সালের প্রথম তিন মাসে নতুন ইসরাইলি কোম্পানি খোলার সংখ্যা বিগত বছরের একই সময়ের তুলনায় মারাত্মকভাবে কমে গেছে। বহু ইসরাইলি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা বা নতুন নতুন প্রজেক্ট চালু করার কাজ স্থগিত রেখেছে। তাদের সবাই বলেছে, ইসরাইল এক বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে এবং এ যুদ্ধ শেষ হওয়ারও কোনো লক্ষণ চোখে পড়ছে না। ইসরাইলি দৈনিকটি ব্যাংক ঋণে সুদের উচ্চহারের কথা জানিয়ে বলেছে, এই হার কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খবরে বলা হয়েছে, ইসরাইলি মন্ত্রিসভার পাশাপাশি ইহুদিবাদী ব্যাংকগুলো ঋণ দেয়ার কোনো আগ্রহ দেখাচ্ছে না; কাজেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ঋণ পাচ্ছে না এবং তাদের আয় মারাত্মভাবে কমে গেছে। দৈনিকটির ভাষায়, অন্তত ৬০ হাজার ইসরাইলি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই তাদের পক্ষে নতুন কোনো ব্যবসায়িক প্রকল্পে হাত দেয়া সম্ভব হবে না। এএফপি, ইরনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আবাসিক হলে ছাত্রদলের পোস্টারিং, মধ্যরাতে উত্তাল ঢাবি
আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কিছু মানবো না
মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স
যুগস্রষ্টা জিয়াউর রহমান
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
সৈনিক-জনতার একতার অঙ্গীকার
তরুণ প্রজন্ম এবং ৭ নভেম্বরের বিপ্লব
৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক
কেশবপুরের ত্রাস টিটু যৌথ বাহিনীর হাতে আটক
সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন
যশোরে বিদেশি পিস্তল-বুলেট ও মাদকসহ আটক ২
জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ
৭ নভেম্বরের তাৎপর্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
মেলানিয়াকে ফার্স্ট লেডি উল্লেখ করে বউয়ের প্রশংসায় ট্রাম্প
হিমালয় অববাহিকায় দুর্গম অঞ্চলে নতুন গ্রাম গড়ে তুলছে চীন
৭৩% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে
অস্ট্রেলিয়ার নেতৃত্বে ইংলিশ
যুক্তরাষ্ট্র আরো বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠতে পারে : জয়শঙ্কর
মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন দুই কৃষ্ণাঙ্গ নারী