আরো কোণঠাসা ইউক্রেন
২১ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী। ইন্সটিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ- এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে, ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ছয় গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে।
অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে। বিশ্লেষকরা কিয়েভের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা এ পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন, এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে। আর এসব ঘটনা এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকেএগিয়ে যাচ্ছেন। এর মধ্যেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
যুদ্ধ শুরুর কয়েক মাসে রাশিয়া খুব দ্রুতই এগুচ্ছিলো, অন্তত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগে পর্যন্ত। কিন্তু ২০২৩ সালে কোন পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি। ফলে সংঘাতে এক ধরণের স্থবিরতা দেখা যায়। কিন্তু নতুন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে ২০২৪ সালে রাশিয়ার পক্ষেই গেছে পরিস্থিতি। আইএসডব্লিউ সৈন্যদের গতিবিধি ও নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে। তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের ২৭০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। অথচ গত বছর তারা মাত্র ৪৬৫ বর্গকিলোমিটার এলাকা দখল করতে পেরেছিলো।
লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক ডঃ মারিনা মিরন বিবিসিকে বলছেন যে রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট ধ্বসে পড়তে পারে। রাশিয়া চলতি বছরের ১লা সেপ্টেম্বর থেকে তেসরা নভেম্বরের মধ্যেই দখল করে নিয়েছে এক হাজার বর্গকিলোমিটার এলাকা। এর মধ্যে আছে খারকিভের কুপিয়ানস্ক এবং কুরাখভ অঞ্চল, যা দোনেৎস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ হাব পকরভস্ক এর কাছে। এর মধ্যে কুপিয়ানস্ক ও ওসকিল নদীর পূর্ব অঞ্চল ২০২২ সালে ইউক্রেন একবার মুক্ত করে নিলেও পরে রাশিয়া আবার তা দখল করে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ানরা শহরের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের চেষ্টা করছে।
বিবিসি ভেরিফাই করেছে এমন ভিডিওতে দেখা গেছে রাশিয়ান কনভয় কুপিয়ানস্কের একটি গুরুত্বপূর্ণ সেতুর চার কিলোমিটারের মধ্যে এসে বিতাড়িত হয়েছে। আইএসডব্লিউ বলছে মস্কো এখন ইউক্রেনের মোট ১ লাখ ১০ হাজার ৬৪৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে কুরস্কে রাশিয়ার ১১৭১ বর্গকিলোমিটার এলাকায় এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে। যদিও এর মধ্যে এর অর্ধেক রাশিয়ান বাহিনী পুনর্দখল করেছে। তবে এই অগ্রগতির জন্য রাশিয়াকে অনেক মূল্য দিতে হয়েছে। বিবিসি রাশিয়ান নিশ্চিত করেছে যে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার কমপক্ষে ৭৮ হাজার ৩২৯ সৈন্য মারা গেছে। ওদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযানের গতি খুবই ধীর। সামরিক বিশ্লেষক ডেভিড হান্ডেলম্যান বলছেন পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত লোকবল ও রসদ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা।
কুরস্ক পরিস্থিতি
অগাস্টে কুরস্ক যে অভিযান চালিয়েছিলো ইউক্রেন তা ছিলো বিস্ময়কর। তবে এটা এখনও পরিষ্কার নয় যে তখন কেন রাশিয়া এর জবাব দিতে দেরি করেছিলো। এর ফলে কিয়েভের সেনারা দ্রুত সীমান্ত এলাকায় কয়েকটি কমিউনিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডঃ মিরন বলছেন এর ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্রেমলিন সংকটে পড়লেও মূলত কুরস্কে ইউক্রেনকে রেখে অন্য এলাকাগুলোতে অগ্রগতি অর্জন করে। কিন্তু মস্কো এখন তার নিয়ন্ত্রণ হারানো ভূখণ্ডের পুনর্দখল আগ্রহী হয়ে উঠেছে। ওই অঞ্চলে তারা ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। ভেরিফায়েড ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কুরস্ক অঞ্চলে তুমুল লড়াই চলছে। এতে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ লোকবল ও উপকরণ হারিয়েছে। তবে তথ্য উপাত্ত বলছে ইউক্রেন দ্রুতই ওই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। অক্টোবরের শুরু থেকে রাশিয়া পাল্টা আক্রমণের মাধ্যমে ৫৯৩ বর্গকিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করছে বলে জানিয়েছে আইএসডব্লিউ।
আত্মরক্ষার অধিকার রাশিয়ার আছে : রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যে ডিক্রি জারি করেছেন সে সম্পর্কে মন্তব্য করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ।’
এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব। বুধবার (২০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তা পারমাণবিক অস্ত্র ছিল না।
মস্কো-ওয়াশিংটন হটলাইন এখন ব্যবহার হচ্ছে না : ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পরিপ্রেক্ষিতে সোভিয়েত এবং আমেরিকান নেতাদের জন্য তৈরি করা মার্কিন-সোভিয়েত হটলাইন, এই মুহুর্তে ব্যবহার করা হচ্ছে না, রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। যোগাযোগের এই চ্যানেলটি এখন পর্যন্ত সক্রিয় আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন: ‘না। আমাদের কাছে এখন দুই প্রেসিডেন্টের জন্য একটি বিশেষ সুরক্ষিত যোগাযোগের চ্যানেল রয়েছে...। তাছাড়া, (এটি) এমনকি ভিডিও কনফারেন্স বিন্যাসেরও (বিকল্প ব্যবস্থা) আছে।’ পেসকভ যোগ করেছেন যে, সম্প্রতি এই নতুন চ্যানেলের মাধ্যমে কোনও যোগাযোগ নেই। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং তার মার্কিন সমকক্ষের মধ্যে সর্বশেষ ফোন কলটি ১২ ফেব্রুয়ারি, ২০২২-এ হয়েছিল। ইউএসএসআর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে জরুরি আলোচনার জন্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরে ওয়াশিংটন-মস্কো হটলাইন তৈরি করা হয়েছিল। এটি ৩০ আগস্ট, ১৯৬৩ সাল থেকে কাজ শুরু করে। সূত্র : বিবিসি, রয়টার্স, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নাচোলে সিসিডিবির শীতবস্ত্র বিতরণ
ভিনিসিউসের প্রতি অন্যায় করা হয়েছে: আনচেলত্তি
অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছেঃ-বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান
কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ‘ইন্ডিয়া’ জোট বিলুপ্তির পরামর্শ ওমর আবদুল্লার
স্টারমারের হয়ে প্রচারের অভিযোগ হাসিনা ও তার দলের বিরুদ্ধে, ফাঁসছেন টিউলিপ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জলেস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা!
ভোলায় কোস্টগার্ড কর্তৃক প্রধান শিক্ষক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
সউদী আরব গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি
পুতিন নয়, ইউক্রেনে যুদ্ধের জন্য কাকে দায়ী করলেন ট্রাম্প?
ভারত কী উদ্বাস্তু হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে : প্রশ্ন রিজভীর
হাসিনাকে ফেরাতে চিঠি: দিল্লির উত্তর না এলে পাঠানো হবে তাগিদপত্র
শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের অবিশ্বাস্য জয়ের নায়ক সোহান
শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে: খেলাফত মজলিস
শরীয়তপুরে জাজিরা থানার ওসির অস্বাভাবিক মৃত্যু
গোয়ালন্দে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
যুক্তরাষ্ট্রে দাবানলের কবলে অভিনেত্রী নোরা ফাতেহি
হাসপাতালের তত্তাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচারণ জেলা প্রশাসকের মধ্যস্থতায় মিমাংশা
করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী
ভুঁইফোড় সংগঠন তৈরি ও অন্য দলের নেতাকর্মীদের যোগদান বন্ধ: বিএনপি