সিরিয়ার হোমস ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর বিদ্রোহীদের অগ্রসর হওয়া অব্যাহত থাকার আশঙ্কায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সংখ্যালঘু শিয়া আলাভি মতানুসারীসহ হাজার হাজার মানুষ বৃহস্পতিবার সিরিয়ার তৃতীয় বৃহত্তম নগরী হোমস থেকে পালিয়ে যাচ্ছে। এক যুদ্ধ পর্যবেক্ষক বৃহস্পতিবার এ খবর জানান।
লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, হামার দক্ষিণে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হোমস নগরীটি বৃহস্পতিবার বিদ্রোহীরা দখল করে নেয়। ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে যোদ্ধারা নগরীর দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আলাভি মতানুসারীদের কেন্দ্রস্থলের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থলের দিকে অগ্রসর হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘হোমসের আশপাশের এলাকা থেকে আলাভিদের ব্যাপক বিতাড়ন ও বিদ্রোহীদের অগ্রগতির ভয়ে হাজার হাজার মানুষ সিরিয়ার উপকূলের দিকে পালিয়ে যাচ্ছে।’
নগরীর উপকণ্ঠে বসবাসকারী খালেদ এএফপিকে বলেন, ‘উপকূলীয় তারতুস নগরীর দিকে তাদের যাত্রার সড়কটি শত শত গাড়ির আলোয় ঝলমল করছিল।’
২০১৪ সালের এপ্রিলে, হোমসে আলাভি-প্রধান এলাকাকে লক্ষ্য করে দুটি হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। আল-কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে নেয়। বর্তমানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি দলটির নেতা ছিলেন। ২০১৬ সালে জাওলানি জিহাদিদের সাথে সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দেন এবং পরের বছর আল-নুসরা দলটি বিলুপ্ত করা হয়। আল-নুসরার মূল ভাবনা নিয়ে গঠিত হয় এইচটিএস।
আলাভি-প্রধান এলাকায় বসবাসকারী ৩৭ বছর বয়সী হায়দার টেলিফোনে এএফপিকে বলেন, বর্তমানে হোমস আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা অত্যন্ত ভীত-সন্ত্রস্ত, জানি না এক ঘণ্টার মধ্যে কী ঘটতে চলেছে। তিনি তার বাবা-মাকে তারতুসে পাঠাতে পারলেও গাড়ির অত্যন্ত সংকট থাকায় তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো গাড়ি যোগাড় করতে পারেননি।
তিনি জানান, একটি গাড়ি পেলে তারা যত দ্রুত সম্ভব তারতুসের পথে রওয়ানা দেবেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী তারতুসে আসাদের মিত্র রাশিয়া পরিচালিত একটি নৌঘাঁটি রয়েছে। ১৩ বছরের যুদ্ধের পরও নগরীটি নিরাপদ রয়েছে। সূত্র : এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড