নারীর সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, মুখ খুললেন সিরিয়ার বিদ্রোহী নেতা
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার সঙ্গে গত সপ্তাহে এক নারীর ছবি তোলাকে কেন্দ্র করে অনলাইনে বিতর্ক ছড়িয়ে পড়ে। এবার তিনি এসব বিতর্কের জবাবে মুখ খুললেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। সাংবাদিক জেরেমি বোয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেছেন, আমি ওই নারীকে বাধ্য করিনি। আমার সঙ্গে যেভাবে উপযুক্ত, আমি সেভাবে ছবি তুলতে চাই। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। বিতর্কের সূত্রপাত ১০ ডিসেম্বর লেয়া খেইরাল্লাহ নামের এক নারীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে। আল-শারার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন ওই নারী। তবে ছবি তোলার আগে ওই যুবতীকে চুল ঢাকার ইঙ্গিত দেন আল-শারা। লেয়া সেটা মেনে নিয়ে নিজের পরনে থাকা হুডির মাথার আবরণ টেনে দিয়ে আল-শারা পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। ঘটনার ভিডিও ক্লিপ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ ব্যবহারকারী ও বিশ্লেষকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিদ্রোহীদের ক্ষমতায় আসার পর সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা-কল্পনার মধ্যে এই ঘটনাটি উদারপন্থি ও রক্ষণশীল উভয় মহলের মধ্যে বিষয়টি নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। উদারপন্থিরা মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সুন্নি ইসলামি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধানের অনুরোধ হতে পারে দেশটিতে ইসলামি শাসনব্যবস্থা চালু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, কঠোর রক্ষণশীলরা এক যুবতীর সঙ্গে আল-শারার ছবি তোলা নিয়েই সমালোচনা করে আসছেন। অবশ্য লেয়া খেইরাল্লাহ বলেছেন, তিনি আল-শারার অনুরোধে বিরক্ত হননি। তিনি বলেছেন, এইচটিএস নেতা তাকে ‹পিতৃসুলভ স্নেহের› ভঙ্গিতে অনুরোধ করেছিলেন। একজন নেতার নিজেকে তার পছন্দমতো উপস্থাপন করার অধিকার আছে বলেও মন্তব্য করেছেন তিনি। সিরিয়ার মতো ধর্মীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ একটি দেশের জনগণকে এক ছাতার নিচে আনার চ্যালেঞ্জের মাত্রাটা এই ঘটনায় স্পষ্টভাবে বোঝা গেল। সিরিয়ার বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম। বাকিদের মধ্যে রয়েছেন খ্রিষ্টান, আলাওয়ি, দ্রুজ ও ইসমাইলি সম্প্রদায়ের মানুষ। এদিকে আসাদ বিরোধীদের মধ্যেও রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে মতপার্থক্য রয়েছে। কেউ চায় ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, আবার কেউ ইসলামিক আইনের ভিত্তিতে শাসনব্যবস্থা। ২০১৭ সালে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিব প্রদেশে নিয়ন্ত্রণ নেওয়ার পর এইচটিএস কঠোর আচরণ ও পোশাকবিধি চালু করেছিল। তবে ব্যাপক সমালোচনার চাপে তারা এসব নিয়ম সম্প্রতি প্রত্যাহার করেছে। ছবি তোলার সময় আল-শারার অনুরোধকে সহজভাবে দেখতে পারছেন না উদার বা অ-রক্ষণশীল মতাদর্শের মানুষরা। তাদের আশঙ্কা, এইচটিএসের শাসনে দেশটি আরও রক্ষণশীল নীতির দিকে যেতে পারে। যেমন সকল নারীর জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক করা হতে পারে। ফ্রান্স টুয়েন্টি ফোর›স অ্যারাবিক চ্যানেল ঘটনাটির প্রতিবেদনে শিরোনাম দেয়, ‹সিরিয়া কি ইসলামি শাসনের দিকে এগোচ্ছে?› আরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন অনেকে। একজন সিরীয় সাংবাদিক মন্তব্য করেছেন, জনগণ এক স্বৈরাচারীকে সরিয়ে আরেক প্রতিক্রিয়াশীল স্বৈরাচারীর হাতে ক্ষমতা তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ‹অতিকট্টরপন্থীদের› ক্ষমতায় আসা নিয়ে সতর্ক করেছেন। আবার ‹একজন স্বাধীন নারীকে› রক্ষণশীল সাজে বাধ্য করার নিন্দা করেছেন অনেকে। এদিকে এক যুবতীর পাশে দাঁড়িয়ে আল-শারার ছবি তোলার বিষয়টিতেই বিরক্ত কঠোর ইসলাম পন্থিরা। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রথম থেকেই এর সমালোচনা করেছেন তারা। কয়েকজন কঠোরপন্থি ওই নারীকে ‹মুতাবারিজাহ› বলে আখ্যা দিয়েছেন। তাদের বিধি বহির্ভূত ‹অশালীন পোশাক› পরিহিত বা মেকআপ করা নারীদের নেতিবাচকভাবে অভিহিত করতে এই শব্দ ব্যবহার করা হয়। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ