মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
ইয়েমেনের বিদ্রোহী আনসারুল্লাহ আন্দোলনের হুথিরা লোহিত সাগরে মার্কিন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীকে হামলা করেছে এবং একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে, আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন। ‘গতকাল সন্ধ্যায় আমাদের দেশে হামলা শুরু করার সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং এটিকে রক্ষাকারী বেশ কয়েকটি যুদ্ধজাহাজে আক্রমণ করার মাধ্যমে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে,’ তিনি হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে এ কথা বলা হয়েছে।
হুথি মুখপাত্রের মতে, মার্কিন জাহাজের উপর হামলায় ‘আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন’ ব্যবহার করা হয়েছিল। তার কথায়, এই অভিযানের ফলে একটি এফ-১৮ বিমান ভূপাতিত হয়েছিল যখন মার্কিন সেনারা হুথিদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল। হুথি হামলার সময়, লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় বিমানবাহী রণতরীকে রক্ষা করার জন্য ‘অধিকাংশ শত্রু যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমা ছেড়েছিল’, সারেয়া বলেন, হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগরের উত্তরাঞ্চলে পশ্চাদপসরণ করে।
গাজার সেফ জোন-স্কুল-হাসপাতালে ইসরাইলের হামলায় নিহত ৫০ : অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘সেফ জোন’ (নিরাপদ অঞ্চল) আল-মাওয়াসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে আগুনে বহু তাঁবু পুড়ে যায় এবং কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হন। তারাসহ গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে।
আল-জাজিরার সানাদ এজেন্সির মাধ্যমে যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হন। সেখানে দুইজনের মরদেহ বিড়ালদের খেতে দেখা যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী দীর্ঘ সময় উদ্ধারকাজে বাধা দিয়েছে। এছাড়া, ইসরাইলি সামরিক বাহিনী গাজার একমাত্র কার্যকরী হাসপাতালগুলোর একটিতে হামলা চালাচ্ছে। তারা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এটি প্রায় অসম্ভব। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেন, আমাদের হাসপাতালে প্রায় ৪০০ জন বেসামরিক মানুষ রয়েছেন, যাদের মধ্যে নবজাতকরা অক্সিজেন ও ইনকিউবেটরের ওপর নির্ভরশীল। এই অবস্থায় হাসপাতাল খালি করা একরকম অসম্ভব। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান গত ২৪ ঘণ্টায় ইসরাইলের ‘অত্যাধিক আক্রমণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্কুল ও হাসপাতালের ওপর আক্রমণ এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৩১৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭ হাজার ৭১৩ জন আহত হয়েছেন। ওই দিন হামাসের আক্রমণে ইসরাইলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং দুই শতাধিক মানুষ জিম্মি হন। সূত্র : তাস, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা