গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩
১৯ মার্চ ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:১৪ এএম

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের চালানো নৃশংস হামলায় নিহতের সংখ্যা একরাতে ৪০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। মঙ্গলবার (১৮ মার্চ) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, ইসরাইলের হামলায় ৪১৩ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি। সোমবার রাত ২টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘণ্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ। আহতের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছে। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা। গত ১৭ দিন ধরে গাজায় সবধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরাইলি দখলদাররা। আর সেখানকার মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করে বর্বর ও কাপুরোষিত এ হামলা চালিয়েছে তারা। দখলদার ইসরাইল বলেছে, হামাস তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে সোমবার রাতে হামলা চালানো হয়েছে। যদিও হামাস জানিয়েছিল, পূর্বের চুক্তি অনুযায়ী যদি ইসরাইল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিয়ে দেবে। কিন্তু দখলদার এতে সম্মত হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় যে নতুন করে আবারও নির্বিচার হামলা চালানো হবে সেটি কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়। অর্থাৎ হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় হামলা চালানো হয়েছেÑ এটি সত্য নয়। এদিকে, গাজায় ইসরাইলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব বেসামরিক নাগরিককে রক্ষা করতে হবে। বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট হামলার নিন্দা জানিয়েছেন। সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আসুন আমরা পিছনে না যাই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আশা করছে যে সকল পক্ষ এমন কোনও পদক্ষেপ নেয়া এড়িয়ে চলবে, যা উত্তেজনার কারণ হতে পারে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভও পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন, এটিকে উত্তেজনা বৃদ্ধির আরেকটি পথ বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলায় মর্মাহত এবং যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালোভাবে আবেদন করেছেন।
৫৯ জন জিম্মির মধ্যে অর্ধেকের বেশি নিহত : গাজায় ইসরাইলের নৃশংস হামলা পুনরায় শুরু হওয়ার পর হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক অবশিষ্ট জিম্মিদের অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে - ইসরাইলি সরকারের মতে, বাকি ৫৯ জন জিম্মির অর্ধেকেরও কম এখনও জীবিত বলে মনে করা হচ্ছে।
৭ অক্টোবর, ২০২৩ তারিখে হামলার সময় আটক ও গাজায় নিয়ে যাওয়া ২৫১ জনের মধ্যে ১৩০ বা তার বেশি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। জানুয়ারিতে, ইসরাইল এবং হামাস একটি বহু-পর্যায়ের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যার ফলে ইসরাইল কর্তৃক বন্দী ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় হামাস কর্তৃক বন্দী জিম্মিদের বিনিময় সম্ভব হবে। যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের প্রথম দিকে শেষ হয়। হামাস ৩০ জন ইসরাইলি এবং বিদেশী জিম্মিকে মুক্তি দেয় এবং আটটি মৃতদেহ হস্তান্তর করে, যার বিনিময়ে ইসরাইল ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। উভয় পক্ষের মধ্যে চুক্তিতে পৌঁছানোর আগেই বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার বা মুক্তি দেয়া হয়েছিল।
তবে, মঙ্গলবার গাজায় ইসরাইলের তীব্র হামলা শুরু হওয়ার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ স্পষ্ট ছিল না, কারণ হামাস বারবার অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ মাসের শুরুতে, রাষ্ট্রপতি ট্রাম্প হামাস যোদ্ধাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, গাজার অবশিষ্ট জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে মৃত্যুর মুখোমুখি হতে হবে। মঙ্গলবার ভোরে হামাস ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, যার ফলে ‘গাজার বন্দীদের অজানা পরিণতির মুখোমুখি হতে হচ্ছে’। সূত্র : আলজাজিরা, বিবিসি, নিউইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে ২৪ মার্চ পর্যন্ত

লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া

উত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরাইল

তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে : জামায়াত আমির

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

শুরু হতে যাচ্ছে 'ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’

সিরাজগঞ্জে বিএনপি দুই নেতার সব পদ স্থগিত

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মিলল যুবকের লাশ

বাংলাদেশে এনসিপি ও আ. লীগ একসঙ্গে থাকতে পারে না : হাসনাত

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফুডি’র আয়োজন ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে

ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন সংগীতশিল্পী ন্যান্সি

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত

অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব

আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা

গাজায় এবার স্থল অভিযান শুরু করলো ইসরায়েল

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে টিউলিপের চিঠি, পাল্টা জবাব দুদকের

নাগরিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে দলীয় পদ থেকে অব্যাহতি

ইরান এক্সপো ২০২৫ এ অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ