হামাসবিরোধী বড় বিক্ষোভ গাজায়
২৮ মার্চ ২০২৫, ০২:৫৮ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০২:৫৮ এএম

গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভে অংশ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটির শত শত মানুষ। বুধবার এই বিক্ষোভের ঘটনা ঘটে। হামাসবিরোধী বিক্ষোভের বেশকিছু ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামাসের সমালোচক অ্যাক্টিভিস্টরা। এতে দেখা যায়, বুধবার উপত্যকার বেইত লাহিয়ার রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া তরুণরা সেøাগান দিয়ে বলছেন, হামাস তুমি চলে যাও, হামাস তুমি চলে যাও। বিক্ষোভ নিয়ে হামাস সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে বুধবার এক বিবৃতিতে যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছে হামাস। অন্যদিকে হামাসের সমর্থকরা বিক্ষোভটিকে গুরুত্বসহকারে দেখছে না এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেছে। প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ ইসরাইলের। অন্যদিকে হামাস অভিযোগ করেছে, জানুয়ারিতে সই করা মূল চুক্তি লংঘন করেছে ইসরাইল। চলতি মাসের ১৮ তারিখ ইসরাইলি সামরিক অভিযান পুনরায় শুরুর পর থেকে শত শত ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবারের বিক্ষোভে অংশ নেওয়া বেইত লাহিয়ার বাসিন্দা মোহাম্মদ দিয়াব বলেন, এক বছর আগে ইসরাইলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল এবং তার ভাইকে তিনি হারিয়েছেন। তিনি বলেন, আমরা কারও জন্য, কোনো দলের কর্মসূচি বা বিদেশি রাষ্ট্রের স্বার্থের জন্য মরতে রাজি নই। তিনি বলেন, হামাসকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে এবং শোকাহতদের দাবি মানতে হবে, ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে আসা কণ্ঠস্বর- এটি সবচেয়ে বাস্তব কণ্ঠস্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শহরটির ভিডিওতে হামাসের শাসন নিপাত যাক, মুসলিম ব্রাদারহুডের শাসন নিপাত যাক বলে বিক্ষোভকারীদের সেøাগান দিতে দেখা গেছে। নির্বাচনে জয়লাভের মাধ্যমে ২০০৭ সাল থেকে গাজা এককভাবে শাসন করছে হামাস। এর এক বছর আগে সহিংসভাবে প্রতিপক্ষকে উৎখাত করেছিল সংগঠনটি। তবে ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার সড়কে এবং অনলাইনে হামাসের প্রকাশ্য সমালোচনা বেড়েছে। যদিও এখনও এমন অনেকে আছেন যারা প্রচ-ভাবে হামাসকে সমর্থন করেন। যদি গোষ্ঠীটি কতটুকু সমর্থন হারিয়েছেন তা সঠিকভাবে মূল্যায়ন করা কঠিন। গাজায় যুদ্ধের অনেক আগে থেকেই হামাসের বিরোধিতা ছিল। প্রতিশোধের ভয়ে এর বেশিরভাগই প্রকাশ্যে নয়। মোহাম্মদ আল-নাজ্জার নামে গাজার এক বাসিন্দা তার ফেসবুকে পোস্টে লিখেছেন, মাফ করবেন, কিন্তু হামাস আসলে কিসের ওপর বাজি ধরছে? তারা আমাদের রক্তের ওপর বাজি ধরছে, রক্ত যাকে সারা বিশ্ব শুধু সংখ্যা হিসেবে দেখে। তিনি লিখেছেন, এমনকি হামাসও আমাদের সংখ্যা হিসেবে গণনা করে। পদত্যাগ করুন এবং আমাদের ক্ষতের নিরাময়ের সুযোগ দিন। হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালালে গাজায় যুদ্ধ শুরু হয়। সে সময় হামাসের হামলা প্রায় এক হাজার ২০০ জন ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হন। আর ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন : খায়ের ভূঁইয়া

ফেনীতে ঈদের দিন সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ১ আহত-২

পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমাবর্ষণ, হুমকি ট্রাম্পের

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এখনই ক্লাসিকো নিয়ে ভাবতে চান না বার্সা কোচ

সুন্দরগঞ্জে জাকের পার্টির ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

হাজার হাজার মুসিল্লদের অংশ গ্রহনে সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ যেসব স্থানে ঈদের নামাজ আদায় করেছেন

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দিল্লির জয়, রানা ঝড়ে জিতল রাজস্থান

পাকিস্তান দলে চোটের থাবা

নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ আলম

লিঁওর নিষেধাজ্ঞা: প্লেঅফের কথা ভাবছে ফিফা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজে অংশগ্রহণের প্রত্যাশায় অনেকে আগেই চলে আসেন

ঈদের নামাজ আদায় করতে না পারা ট্রেন চালক বললেন, 'কর্মই ধর্ম, কর্মেই মুক্তি'

সেমিতে উঠেও বিষণ্ণ সিটি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে, রয়টার্সকে মঈন খান

তালতলীতে ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টায় যুবক আটক

নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ

আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ