১৮ শিশুসহ শহীদ ৩৩
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪০ এএম

গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে দখলদার ইসরাইলের পিশাচবাহিনীর হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। বৃহস্পতিবার হামলাগুলো হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ নিহত ও শতাধিক আহত হন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
সূত্র জানিয়েছে, অন্য চার ব্যক্তি নিহত হয়েছেন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। তুহফা এলাকায় অবস্থিত এই স্কুলটিও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। তুহফা এলাকায় হামলার শিকার অপর স্কুলটির নাম শাবান আলরাইয়েস স্কুল। তবে সেখানে কতজন লোক হতাহত হয়েছেন তাৎক্ষণিক তা জানা যায়নি। ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। তবে তারা এটা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার সম্পর্ক কী।
ফিলিস্তিনপন্থীদের বহিষ্কার করছে জার্মানি : জার্মান কর্তৃপক্ষ এখন ফিলিস্তিনপন্থী কর্মকা-ে অংশগ্রহণের জন্য বিদেশী নাগরিকদের বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছে। জানা গেছে যে, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদ করায় তিনজন ইইউ নাগরিক এবং একজন মার্কিন নাগরিককে জার্মানি থেকে নির্বাসিত করা হবে। চারজনের কেউই কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়নি, তবুও কর্তৃপক্ষ তাদের কেবল দেশ থেকে বের করে দেয়ার চেষ্টা করছে।
তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে শান্তির তীব্র লঙ্ঘন এবং পুলিশ গ্রেপ্তারে বাধা। গত বছরের প্রতিবেদন থেকে জানা গেছে যে তাদের জড়িত থাকার অভিযোগের মধ্যে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করা এবং সম্ভাব্য অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন জিনিসপত্র দিয়ে লোকেদের হুমকি দেয়া। জার্মান কর্তৃপক্ষ অভিযুক্তদের আচরণের একটি বিস্তৃত তালিকা উদ্ধৃত করেছেন: ‘মুক্ত গাজা’ এবং ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ এর মতো স্লোগান দেয়া, রাস্তা অবরোধে যোগ দেয়া (জলবায়ু কর্মীদের দ্বারা প্রায়শই ব্যবহৃত একটি কৌশল), এবং একজন পুলিশ অফিসারকে ‘ফ্যাসিস্ট’ বলা।
চারজনের বিরুদ্ধে - প্রমাণ ছাড়াই - হামাসকে সমর্থন করার এবং ইহুদি-বিরোধী বা ইসরাইল-বিরোধী স্লোগান দেয়ার অভিযোগও রয়েছে। নির্বাসন আদেশের তিনটিতে স্পষ্টভাবে ইসরাইলকে রক্ষা করার জন্য জার্মানির জাতীয় প্রতিশ্রুতি, এর তথাকথিত রাষ্ট্রের যুক্তিকে ন্যায্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে। জার্মানিতে এ ধরণের নিপীড়ন নতুন নয়। আইনজীবী আলেকজান্ডার গোর্স্কি বলেছেন যে, তিনি একই ধরণের মামলা পরিচালনা করেছেন যেখানে আরব বা ফিলিস্তিনি বংশোদ্ভূতদের বিরুদ্ধে অভিবাসন আইন ব্যবহার করা হয়েছিল, কারণ তারা ফিলিস্তিনের পক্ষে প্রায়শই সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন, মন্তব্য করেছেন। এমনকি যারা শুধ ‘লাইক’ দিয়েছেন তারাও নিস্তার পাননি।
সিরিয়ায় বিমান হামলার মধ্যে ইসরাইলের ভয়াবহ স্থল আক্রমণ শুরু : সিরিয়ায় বিমান হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইসরাইল। দামেস্কের নতুন ইসলামিক শাসকগোষ্ঠীকে সতর্ক করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করছে তেল আবিব। বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত ওই একই বিবৃতিতে তারা অভিযোগ করেছে, সিরিয়াকে আশ্রিত রাজ্যে পরিণত করার চেষ্টা করছে তুরস্ক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক অভিযান পরিচালনার সময় একাধিক সশস্ত্র ব্যক্তি তাদের ওপর গুলিবর্ষণ করে। এসময় তাদের পালটা হামলায় একাধিক যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা বলেছে, ইসরাইলি হামলায় ওই এলাকায় নয় জন নিহত হয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি হামলাকে ‘অযৌক্তিক উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস’ হিসেবে আখ্যা দিয়েছে। আগ্রাসন বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
ইসরাইলি হামলার পর বৃহস্পতিবার তাদের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তুরস্ক। তাদের অভিযোগ, সিরিয়ার স্থিতিশীলতা প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত করছে ইসরাইল এবং তাদের উচিত অবিলম্বে সেনা প্রত্যাহার করা। আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরাইলকে বৃহত্তম হুমকি অভিহিত করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইল এক কৌশলগত অস্থিতিশীল শক্তিতে পরিণত হয়েছে যারা কেবল বিশৃঙ্খলা তৈরি করে এবং সন্ত্রাসবাদকে উসকে দেয়। সূত্র : আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সিরাজদিখান থানায় ওসির হেফাজতে ছাত্র হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন

এ সরকারকে আরও ৫ বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ইসরায়েলের প্রতিবাদ করতে হবে: চবি ভিসি

নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে চার ভাইযের সব পুড়ে ছাই

মেহেরপুরে হারানো ১০৭টি মোবাইল ও টাকা উদ্ধার করে মালিককে তুলে দিল জেলা পুলিশ

দৈনিক ইনকিলাবের সিংগাইর উপজেলা সংবাদদাতার মায়ের ইন্তেকাল

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

হাজীগঞ্জ পৌরসভার বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, বেড়েছে মাদক সেবীদের আড্ডা

২০২৮ অলিম্পিকস ক্রিকেটে হবে ৬ দলের লড়াই

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আশরাফ হোসেন

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য সাক্ষাৎ

সিলেটে লালগালিচা দেখে যেভাবে বিরক্তি প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজবাড়ীতে ৩ ফসলী জমি থেকে মাটি বিক্রির অভিযোগ

বিমানবাহিনী ঘাঁটির নাম পরিবর্তন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন মফিদুর রহমান

লৌহজংয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন