তামিলনাড়ু ছেড়ে কেন চলে যাচ্ছে বিহারের শ্রমিকরা?
০৮ মার্চ ২০২৩, ০১:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৩ পিএম
দক্ষিণ ভারতের তামিলনাডুতে যে হিন্দি ভাষাভাষী অভিবাসী শ্রমিকরা কাজ করেন, একগুচ্ছ ভাইরাল ভিডিওর জেরে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এবং একে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে রাজনৈতিক লড়াই পর্যন্ত শুরু হয়ে গেছে।
গত দিন পনেরোর মধ্যে এমন অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে মূলত বিহার থেকে আসা অভিবাসী শ্রমিকরা তামিলনাডুতে স্থানীয়দের হাতে আক্রান্ত হচ্ছেন, এমন কী কাউকে কাউকে মেরে ফেলাও হয়েছে। তামিলনাডু পুলিশ ও রাজ্যের কর্মকর্তারা অবশ্য দাবি করছেন এই ভিডিওগুলো ভুয়া বা ফেইক। বেশ কিছু ফ্যাক্ট চেকিং সাইটও দাবি করেছে, এই ঘটনাগুলো আদৌ তামিলনাডুতে ঘটেনি। তবে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর তামিলনাডুতে কর্মরত বহু অভিবাসী শ্রমিক দলে দলে রাজ্য ছাড়তে শুরু করেছেন।
তামিলনাডুতে শিল্পপতিরাও অনেকেই স্বীকার করছেন শ্রমিকরা এভাবে আচমকা চলে যাওয়ার ফলে রাজ্যের কোনও কোনও শিল্পাঞ্চলে অর্থনৈতিক কর্মকান্ড পর্যন্ত ব্যহত হচ্ছে। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি আবার বলছে, বিহার সরকার যে ভিন রাজ্যে কর্মরত তাদের শ্রমিকদের রক্ষা করতে পারছে না এটা বিহারের রাজনৈতিক ব্যর্থতা। প্রসঙ্গত, বিহারে এখন জনতা দল ইউনাইটেড ও রাষ্ট্রীয় জনতা দলের জোট সরকার ক্ষমতায় আছে।
এদিকে গত শনিবার (৪ মার্চ) তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই সব ‘গুজব’ ছড়ানোর তীব্র নিন্দা করে বলেন, ভিন রাজ্যের শ্রমিকরা তামিলনাডুতে সম্পূর্ণ নিরাপদ। ওই একই দিনে তামিলনাডু পুলিশ উত্তরপ্রদেশে বিজেপির এক মুখপাত্র প্রশান্ত পাল উমরাও এবং হিন্দি পত্রিকা দৈনিক ভাস্করের সম্পাদকের বিরুদ্ধে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে মামলা রুজু করে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি তামিলনাডুতে একটি ট্রেনের ভেতর একদল হিন্দিভাষী শ্রমিককে স্থানীয়রা হেনস্থা ও মারধর করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজ্যের রেলওয়ে পুলিশ অভিযুক্ত একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে শুধু ওই ভিডিওটিই নয়, ওই একই সময়ে হিন্দিভাষী শ্রমিকদের হেনস্থা ও নির্যাতনের ঘটনা বলে দাবি করে আরও বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল।
রাজ্যের পুলিশ প্রধান সি শৈলেন্দ্র বাবু অবশ্য দাবি করেন, ওই ভিডিওগুলো তিরুপুর ও কোয়েম্বাটোর জেলার পুরনো কিছু সহিংসতার ঘটনার – যার সঙ্গে অভিবাসী শ্রমিকদের মারধর করার কোনও সম্পর্কই নেই। ফ্যাক্ট-চেকিং কিছু সাইট আবার দাবি করে এর মধ্যে অনেকগুলো ভিডিও তামিলনাডুরই নয়, সেগুলো তেলেঙ্গানা, কর্নাটক বা রাজস্থানের বহু পুরনো কোনও ঘটনার ভিডিও। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, রাজ্যের বহু হিন্দিভাষী শ্রমিক ভয় পেয়ে ফিরতি ট্রেনে চেপে গ্রামের উদ্দেশে রওনা হয়ে গেছেন।
তামিলনাডুর হোটেল অ্যাসোসিয়েশন যেমন দ্য হিন্দু পত্রিকাকে জানায়, হোটেল শিল্পে কর্মরত বহু কর্মী রাজ্য ছেড়ে চলে গিয়েছেন – কারণ তারা বলছেন দেশে তাদের পরিবার ভয় পাচ্ছে। সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক কাজ করেন যে তিরুপুর ও কোয়েম্বাটোর জেলায়, সেখানে রাজ্য প্রশাসন হিন্দিতে শ্রমিকদের উদ্দেশে আতঙ্কিত না-হতে আবেদন জানান। শ্রমিকদের জন্য আলাদা হেল্পলাইনও খোলে জেলা প্রশাসন। তবে অনেকে শিল্প মালিক আবার আশা করছেন হোলির ছুটি শেষ হলে বিহার-উত্তরপ্রদেশের শ্রমিকরা অনেকেই হয়তো আবার তামিলনাডুতে ফিরে আসবেন।
কথিত শ্রমিক হেনস্থার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপির বিহার ও উত্তরপ্রদেশ ইউনিট (ভারতের প্রধান দুটি হিন্দিভাষী রাজ্য) এই ইস্যুটি নিয়ে অন্য দলগুলোকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। গত ২ মার্চ বিজেপির বিহার শাখা টুইট করে, “রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব যখন স্টালিনের জন্মদিনের উৎসবে যোগ দিতে যাচ্ছেন, তখন সেই তামিলনাডুতেই ১২জন বিহারি শ্রমিককে হত্যা করা হচ্ছে।”
পরে অবশ্য তারা এই বিতর্কিত ও ভিত্তিহীন টুইটটি ডিলিট করে দেয়। বিহার বিধানসভায় এই প্রসঙ্গটি আলোচনার জন্য উঠলে তেজস্বী যাদব দাবি করেন, বিজেপি এই ইস্যুটি ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। “একদিকে তারা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিচ্ছে, আরও অন্যদিকে তারা রাজ্যগুলোর মধ্যে এমনভাবে ঘৃণা ছড়াচ্ছে যেন তামিলনাডু ভারতের অংশই নয়”, বিধানসভায় মন্তব্য করেন বিহারের উপমুখ্যমন্ত্রী। তবে বিজেপির চাপের মুখে বিহার সরকার একটি চার সদস্যের কমিটি গঠন করতেও বাধ্য হয়েছে, যার সদস্যরা তামিলনাডু সফর করে পরিস্থিতি সরেজমিনে দেখবেন ও রিপোর্ট জমা দেবেন।
এদিকে তামিলনাডুতে বিজেপি সভাপতি কে আন্নামালাই দাবি করেন, “রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে-র এমপি-রা উত্তর ভারতীয়দের সম্পর্কে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন কিংবা রাজ্যের একজন মন্ত্রী হিন্দিভাষীদের যেভাবে পানিপুরি-বিক্রেতা বলে বর্ণনা করেছেন সে কারণেই পরিস্থিতি এরকম জটিল হয়ে উঠেছে।”
চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এরপর মি আন্নামালাইয়ের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী স্টালিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ফোন করে আশ্বাস দিয়েছেন, তাঁর রাজ্য থেকে আসা অভিবাসী শ্রমিকরা তামিলনাডুতে সম্পূর্ণ নিরাপদ থাকবে। তবে অভিবাসী শ্রমিকদের কেন্দ্র করে ভারতের দুটি রাজ্যের মধ্যে আবার যে বিতর্ক ও আতঙ্কের রাজনীতি শুরু হয়ে গেছে তাতে কোনও সংশয় নেই। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা-মোরেলগঞ্জে বিএনপি নেতা কাজী মনির
মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দ
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
দুর্নীতির অভিযোগে ইফার কর্মকর্তা শফিকুর সাময়িকভাবে বরখাস্ত
উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে : আসিফ মাহমুদ
চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের প্রমাণ
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ