জেনিনে ইসরায়েলি গণহত্যা: ৬ ফিলিস্তিনি নিহত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৯ মার্চ ২০২৩, ০৩:৪৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত ও ১১ জন আহত হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, আহত দুজনের অবস্থা গুরুতর।
একাধিক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি বাড়ি অবরুদ্ধ করে রাখে ইসরায়েলের বাহিনী। সে বাড়িতে রকেট হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বেশ কিছু সামরিক যানের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার প্রবেশ করছে জেনিন শহরে।
ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মধ্যে গত সপ্তাহে ফিলিস্তিনের হুওয়ারা গ্রামের কাছে অবৈধ বসতির বাসিন্দা দুই ভাইয়ের ওপর গুলি চালানো এক ফিলিস্তিনি রয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির দুই বাসিন্দাকে যে বন্দুকধারী খুন করেছিলেন, তাকে ‘নির্মূল’ করেছেন সেনারা।
পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদক সারা খাইরাত জানান, জেনিনে তল্লাশি অভিযানের দিন সন্ধ্যায় নাবলুসের দক্ষিণে একটি শরণার্থী ক্যাম্পে একই ধরনের তৎপরতা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র : এএফপি


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন