প্রয়াত ইরানি পরমাণু বিজ্ঞানীকে নিয়ে তৈরি নাটক জিতল মার্কিন শীর্ষ পুরস্কার
০৯ মার্চ ২০২৩, ০৭:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
মোসাদ বন্দুকধারীদের গুলিতে নিহত একজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘হেনাস’ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলায় অ্যাকোলেড গ্লোবাল চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে।
হোসেইন দারাবি পরিচালিত চলচ্চিত্রটি ৩৫ বছর বয়সী ইরানী পরমাণু বিজ্ঞানী দারিউশ রেজাইনেজাদের শেষ জীবন নিয়ে তৈরি করা হয়েছে।
২০১১ সালের জুলাইয়ে তাকে তেহরানে বাড়ির সামনে স্ত্রী এবং ছোট মেয়ের চোখের সামনে মোসাদের বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।সিনেমায় স্ত্রীর চোখের মাধ্যমে সন্ত্রাসী হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।
মৌসুমী প্রতিযোগিতার জুরিরা চলচ্চিত্রটিকে ‘অসাধারণ প্রতিভাবান’ বলে বর্ণনা করেছেন। তারা ‘হেনাস’কে একটি ‘সু-নির্মিত এবং ভাল গতিসম্পন্ন’ চলচ্চিত্র বলেও অভিহিত করেন।
সূত্র: তেহরান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও