বিশ্ব ব্যাংকের সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট কে এই অজয় বাঙ্গা?

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১০ মার্চ ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৩:০২ এএম

দিন কয়েক আগেই ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তার সমর্থনে মুখ খুললেন নোবেলজয়ী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বাঙ্গার সমর্থনে সই করে বিবৃতি জারি করেছেন ৫৩ জন বিশিষ্ট মার্কিন নাগরিক।

২০০১ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন জোসেফ স্টিগ্লিৎজ। বাঙ্গার সমর্থনে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘নেতৃত্ব দেয়ার পাশাপাশি সমাজের সমস্ত ক্ষেত্রে একে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার অদ্ভুত ক্ষমতা রয়েছে অজয় বাঙ্গার। তাছাড়াও উন্নয়নশীল দেশগুলিতে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্ব ব্যাংকের টালমাটাল সময়ে একমাত্র তিনিই এই সংস্থাকে নেতৃত্ব দিতে পারেন।’ এ বয়ানেই সই করেছেন ৫৩ জন মার্কিন বিশিষ্ট নাগরিক।

বাঙ্গার মনোনয়নকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে ভারত, কেনিয়া, ঘানা এবং বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু আমেরিকার মনোনয়নের বিরোধিতা করবে রাশিয়া, এমনটাই শোনা যাচ্ছে। বাঙ্গার বিরুদ্ধে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে রুশ ঘনিষ্ঠ দেশগুলো, সেরকমই সম্ভাবনা রয়েছে।

পুণেতে জন্ম বছর ৬৩-র অজয় বাঙ্গার। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে জেনারেল ইকুইটি নামের মার্কিন সংস্থায় ভাইস চেয়ারম্যান অজয়। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। অজয় তার স্থলাভিষিক্ত হলে তিনিই হবেন এ পদে প্রথম ভারতীয়। সূত্র: সিএনবিসি।


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন