সরকারি নীতির সমালোচনা, জনপ্রিয় সঞ্চালককে সরাল বিবিসি
১১ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৯ এএম
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি-তে নতুন বিতর্ক। রাতারাতি সাবেক ফুটবল খেলোয়াড় গ্যারি লিনেকারকে (৬২) ‘ম্যাচ অব দ্য ডে’ নামের একটি নিয়মিত অনুষ্ঠানের সঞ্চালনা থেকে সরে দাঁড়াতে বলা হল। তার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি কোনও নতুন চুক্তি হচ্ছে না, ততক্ষণ অবধি তিনি সঞ্চালনা করতে পারবেন না বলেই জানানো হয়েছে বিবিসির তরফে।
জানা গিয়েছে, সম্প্রতিই ব্রিটেন সরকারের নতুন অ্যাসাইলাম পলিসি (আশ্রয় নীতি) নিয়ে তিনি কড়া সমালোচনা করেছিলেন। তার জেরে ব্যাপক বিতর্কও হয়। ওই মন্তব্যের জেরেই বিবিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। বিবিসির তরফে জানানো হয়েছে, গ্যারি লিনেকারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া গতিবিধি বিবিসির নির্দেশিকা ভঙ্গ করছে। তার উচিত কোনও রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়ে কোনও পক্ষ না নেয়া। গ্যারি ও তার সংস্থার সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিবিসির তরফে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিবিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্যারি লিনেকারের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি স্পষ্ট অবস্থান ও চুক্তি হবে না, ততদিন অবধি তিনি ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান সঞ্চালন করতে পারবেন না। ওই বিবৃতিতেই গ্যারির কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ফুটবল বা অন্যান্য খেলার কভারেজের ক্ষেত্রে গ্যারি এক ও অদ্বিতীয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা কখনওই বলিনি যে গ্যারির নিজস্ব কোনও মতামত থাকতে পারবে না বা তার কাছে গুরুত্বপূর্ণ কোনও ইস্যু নিয়ে মতামত রাখতে পারবেন না, আমরা শুধু বলেছি যে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক বিতর্কে কোনও পক্ষ নেয়া থেকে যেন দূরে থাকতে হবে।’
বিবিসির আচমকা এ সিদ্ধান্তের জেরে শনিবার ‘ম্যাচ অব দ্য ডে’র অনুষ্ঠানে কোনও সঞ্চালক ছিলেন না। বিবিসির আরেক সঞ্চালক ইয়ান রাইট গ্যারি লিনেকারের সমর্থনে টুইট করে বলেন, ‘সকলেই জানেন আমার কাছে ম্যাচ অব দ্য ডে কতটা গুরুত্ব বহন করে, কিন্তু আমি বিবিসিকে জানিয়েছি আগামিকালের শো করতে পারব না’। সঞ্চালক অ্যালন শিয়ারেরও জানান, তিনি আগামিকাল রাতের ম্যাচ অব দ্য ডে সঞ্চালন করতে পারবেন না। এছাড়াও অ্যালেক্স স্কট, জারমাইন জেনাসের মতো সঞ্চালকরাও লিনেকারের প্রতি সংহতি জানান।
লিনেকার সরকারের নতুন অবৈধ অভিবাসন বিলের ভাষাটিকে ১৯৩০-এর দশকে জার্মানিতে ব্যবহৃত ভাষার সাথে তুলনা করেছেন, ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান তার সমালোচনা করেছেন। এটা রিপোর্ট করা হয়েছে যে, লিনেকার তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে বিবিসি তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
বাধ্য হয়ে বিবিসি তাদের ফ্ল্যাগশিপ ফুটবল হাইলাইট শোটি ‘স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই’ দেখানো হবে বলে নিশ্চিত করেছে। বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের কিছু সঞ্চালক বলেছেন যে, তারা প্রোগ্রামে উপস্থিত হতে চান না যখন আমরা গ্যারির সাথে পরিস্থিতি সমাধান করতে চাইছি। ‘আমরা তাদের অবস্থান বুঝতে পেরেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রোগ্রামটি স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই শুধুমাত্র ম্যাচ অ্যাকশনে ফোকাস করবে।’ সূত্র: ইউকে স্ট্যান্ডার্ড, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট