দক্ষিণ আফ্রিকায় মঞ্চ ভেঙে পপতারকার মৃত্যু

Daily Inqilab ইনকিলাব

১৩ মার্চ ২০২৩, ১১:৫৫ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

দক্ষিণ আফ্রিকার পপতারকা কোস্টা টিচ মারা গেছেন। এই গীতিকারের বয়স হয়েছিল ২৮ বছর। এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আল্ট্রা সাউথ আফ্রিকা মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করার সময়ে স্টেজ ভেঙে পড়ে যান কোস্টা টিচ। তাৎক্ষণিকভাবে সবকিছু সামলে ফের গাইতে শুরু করেন তিনি। তরুণ এ শিল্পীর প্রাণ শক্তি দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু খানিক সময়ের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ শিল্পীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে পোস্ট করেছে কোস্টা টিচের পরিবার। সেখানে কোস্টা টিচের মৃত্যুর খবর জানানো হয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে— ‘দুঃখজনকভাবে আমাদের বাড়ির দরজায় মৃত্যু কড়া নেড়েছে। আমাদের প্রিয় পুত্র, ভাই এবং নাতিকে চুরি করে নিয়ে গেছে।’


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন