বাখমুতের পরিস্থিতি অত্যন্ত কঠিন, জানালেন ওয়াগনার প্রধান
১৩ মার্চ ২০২৩, ০১:০৩ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৫:৩৬ এএম

আর্টিওমভস্কের (ইউক্রেনের বাখমুত নামে পরিচিত) পরিস্থিতি খুবই কঠিন, ইউক্রেনীয় সেনাবাহিনী ‘অন্তহীন রিজার্ভ’ পেয়েছে, রোববার ওয়াগনার পিএমসি প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন।
‘বাখমুতের পরিস্থিতি কঠিন, খুব কঠিন, শত্রুরা প্রতি মিটারের জন্য লড়াই করছে। এবং আমরা শহরের কেন্দ্রের কাছে যতই এগিয়ে যাচ্ছি লড়াই ততই ভয়ঙ্কর হচ্ছে, আমাদের বিরুদ্ধে আরও কামান এবং ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনীয়রা অবিরাম মজুদ সরবরাহ করে চলেছে তবে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে থাকব। আমরাও রাশিয়ান অস্ত্র ব্যবহারে পিছিয়ে থাকব না,’ তার প্রেস সার্ভিস তার টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজিনকে উদ্ধৃত করে বলেছে।
আর্টিওমভস্ক ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কিয়েভ-নিয়ন্ত্রিত অংশে অবস্থিত। শহরের নিয়ন্ত্রণের জন্য গত কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাশিয়ান বাহিনী শহরের সমস্ত পাকা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে বা নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে বসন্তকাল শুরু হওয়ার বরফ গলে সৃষ্ট কাদা ইউক্রেনীয় সেনাবাহিনীকে তাজা গোলাবারুদ এবং কর্মীদের সরবরাহের রসদকে জটিল করে তুলছে। প্রিগোজিন শনিবার বলেছিলেন যে, রাশিয়ার বাহিনী শহরের প্রশাসনিক কেন্দ্র থেকে প্রায় ১২০০ মিটার দূরে রয়েছে। সূত্র: তাস।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন