ইমরান খানের বিরুদ্ধে আবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
১৩ মার্চ ২০২৩, ০৬:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে এবার অন্য এক মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্য সংক্রান্ত একটি মামলায় এ পরোয়ানা জারি করে।
এ বিষয়ে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের সিভিল জজ রানা মুজাহিদ রহিম তিন পৃষ্ঠার একটি রায় দিয়েছেন। এতে বলা হয়েছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান সম্প্রতি একজন নারী বিচারককে হুমকি দিয়েছিলেন। এ মামলার শুনানির সময় উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য আদালত ওই রায় ঘোষণা করে। এ খবর দিয়ে অনলাইন জিও টিভি বলছে, এই মামলায় ব্যক্তিগতভাবে উপস্থিতি বাতিলের আবেদন করা হয়েছিল ইমরান খানের পক্ষ থেকে। কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে পিটিআই প্রধানকে আগামী ২৯ মের মধ্যে আদালতে উপস্থিত করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে আদালত।
ইমরান খান গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারান। মামলার শুনানিতে উপস্থিত হতে আরও একবার ব্যর্থ হন। পক্ষান্তরে তিনি ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিতি থেকে মুক্তি চেয়ে আবেদন করেন। এ নিয়ে শুনানির সময় ইমরান খানের আইনজীবী ইন্তেজার হায়দার পানজুথা বলেন, ইমরান খানের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি আছে। এর মধ্যে ৭১ বছর বয়সী ইমরান খানের ইসলামাবাদে যাওয়া নিরাপদ নয়। তাই তারা ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন জানিয়েছেন, যাতে আদালতে ভার্চ্যুয়ালি উপস্থিত হওয়ার অনুমোদন দেয়া হয়। ইমরান খানের আইনজীবী টিমের আরেকজন সদস্য নাঈম হায়দার পানজুথা বলেন, নিরাপত্তার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতি থেকে ছাড় চেয়ে আবেদন করা হয়েছে। তারা ইমরানের এ আবেদন গ্রহণ করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু আদালত এসব আবেদন প্রত্যাখ্যান করেছেন। উল্টো তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুনানি মুলতবি ছিল। পরে তা আবার শুরু হয়।
এর আগে আদালতের নির্দেশ মেনে হাজিরা না দেয়ায় তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তা বাতিল করা হয়। এ ঘটনায় একাধিকবার পরোয়ানা জারি করে আবার তা বাতিল করার ঘটনা ঘটেছে। এবার বিচারককে হুমকি দেয়ার মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। সূত্র: ট্রিবিউন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদে বাড়ি ফিরছে মানুষ, ট্রেনযাত্রা শুরু

সুন্দরবনের একাধিক অংশে আগুন,বিপাকে ফায়ার সার্ভিস ও বন বিভাগ

ছাগলনাইয়ায় এবি পার্টির সম্প্রীতির ইফতার ও শুভ সংলাপ

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন প্রধান উপদেষ্টা

রামপুরায় ভয়াবহ আগুন, পুড়ল সিএনজি গ্যারেজ

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে কমিশনের সময়সীমা বাড়ল

ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের তথ্য ভুয়া : মঞ্জু

আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতি গোষ্ঠীর

চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ ট্রাম্পের দূতের

ইসরায়েলি হামলায় নতুন প্রধানমন্ত্রীকেও হারালো গাজা

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনিদের উচ্ছেদে পানিকে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: আব্বাস

গাজায় মধ্যরাতে ইসরায়েলি হামলা নারীসহ নিহত ১২ ফিলিস্তিনি

ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

রোমাঞ্চকর টাইব্রেকার জিতে সেমিতে ফ্রান্স

টাইব্রেকারে ডাচদের বিদায় করে সেমিতে উঠলো স্পেন

নাটকীয় জয়ে সেমিফাইনালে রোনালদোর পর্তুগাল