শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’- বিতর্ক এড়াতে রোহিতের দাবি, কিছুই জানেন না
১৪ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম

আহমেদাবাদ টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে মোহাম্মদ শামিও। সেই সময় গ্যালারি থেকে কয়েক জন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। কয়েক জন শামির নাম করেই চিৎকার করেন।
আমদাবাদ টেস্টের ফলের তুলনায় যা ছাপিয়ে গিয়ে একটি বড় বিতর্কে পরিণত হয়েছে। মোহাম্মদ শামিকে দেখে আমদাবাদের গ্যালারি থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন দর্শকদের একাংশ। যে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যেই কিনা এমন ভাবে অপমানিত হতে হল জাতীয় দলের তারকা পোরকে! এই অনভিপ্রেত ঘটনার পর অনেক প্রশ্নই উঠেছে। তীব্র নিন্দা হচ্ছে ক্রিকেটপ্রেমীদের এই আচরণ নিয়ে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার আহমেদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে পেস বোলার শামিও। সেই সময় গ্যালারি থেকে কয়েক জন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। কয়েক জন শামির নাম করেই চিৎকার করেন। বহু ক্ষণই এই ঘটনা চলতে থাকে। যদিও শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা এতে কোনও প্রতিক্রিয়া দেখাননি।
একমাত্র সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সেই সময়ে। মজার ঘটনা হল, সেই দিন সেই সময়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সামনেই ঘটে এমন লজ্জাজনক ঘটনা।
সিরিজ শেষ হওয়ার পর রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে এলে তাকে এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এতে রোহিত বেশ অস্বস্তিতে পড়ে যান। ভারত অধিনায়ক সাফ জানিয়ে দেন, শামির বিষয়টি নাকি এই প্রথম বার শুনলেন তিনি! তার দাবি, ‘শামিকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেয়া হয়েছে, সেটা জানতাম না। এই প্রথম বার এমন ঘটনার কথা শুনলাম। মাঠে কী হয়েছে, সত্যিই জানতাম না।’
দর্শকদের এ আচরণের নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারতীয় দলেরই এক ক্রিকেটারকে খেলা শুরুর আগে কেন এ ভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। খেলার মধ্যে অকারণে রাজনীতি আনার অভিযোগ করেছেন কেউ কেউ। যদিও ভারতীয় দল এই বিতর্কিত ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কোনও মন্তব্য করা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও। সূত্র: হিন্দুস্থান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
এই বিভাগের আরও





আরও পড়ুন

লিটনের দ্রুততম ফিফটির রেকর্ড

লিটন-রনির ঝড়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮৩

মাগুরায় ৬ জন বিএনপি নেতা জেল হাজতে নিন্দা প্রকাশ

মাগুরার সীমাখালী বাজারে ভ্রাম্যমান আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৩তম জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবির সুফিয়া কামাল হল

চট্টগ্রামে থেমেছে বৃষ্টি, ১৭ ওভারের খেলা শুরু

সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ও অবৈধ সেমাই কারখানা বন্ধ

সৌদি আরবে ভয়াবহ বাস দূর্ঘটনায় নিহত সেনবাগের রাসেলের বাড়িতে চলছে শোকের মাতম

'সাংবাদিক শামসুজ্জামানকে অপহরণের ঘটনা রাষ্ট্রীয় ফ্যাসিবাদেরই উলঙ্গ বহিঃপ্রকাশ'

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

আলেমদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী

চট্টগ্রামে আবারও বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উত্তোলন করেন না পতাকাও

বহিরাগতদের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী

বাখমুতে গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা

সুলতানা কামাল, রামেন্দু মজুমদারসহ ২৫ জন এখনি জামায়াত নিষিদ্ধ চান

শিবগঞ্জে যুবকের কবজি কর্তনের ঘটনায় গ্রেপ্তার ১

নেতানিয়াহুকে আপাতত হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাবেন না বাইডেন

বগুড়ায় এনজিওর কিস্তির জ্বালায় নারীর আত্মহত্যা!

ইমরান খানের বিরুদ্ধে সানাউল্লাহর ‘হুমকিপূর্ণ মন্তব্যে’ নিন্দা খলিলজাদের