চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে হন্ডুরাস
১৫ মার্চ ২০২৩, ০৬:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম

হন্ডুরাস মূল ভূ-খন্ড চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। দেশটির প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তবে মধ্য আমেরিকার এই দেশটি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করবে কি-না সে সম্পর্কে কিছু বলেনি।
ক্যাস্ত্রো টুইটারে বলেছেন, তিনি গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শুরুর পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রেইনাকে নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি সিওমারা কাস্ত্রোর সরকার ঘোষণা দেয়, তারা একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের জন্য চীনের সঙ্গে আলোচনা করছে। এর কয়েক সপ্তাহের মাথায় চীনের সঙ্গে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে ঘোষণা এল। ফেব্রুয়ারিতে ঘোষণাকালে জিওমারো ক্যাস্ত্রো বলেছেন, এই বাঁধ বিদ্যুৎ সরবরাহকে আরো জোরদার করবে।
তবে এই ঘোষণাকালে রেইনা চীনের সাথে হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে যে জল্পনা চলছিল তা অস্বীকার করেন।
বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী, কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে না। হন্ডুরাসসহ বিশ্বের মাত্র ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়। হন্ডুরাস সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাইপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। তবে হন্ডুরাসের ঘোষণায় বুধবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাইওয়ানের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তাইওয়ানের বেশির ভাগ বাসিন্দা নিজেদের তাইওয়ানি হিসেবে পরিচয় দেয়। অপর দিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। তাই তারা তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায়।
উল্লেখ্য, ওয়াশিংটনের পাশে থাকা মধ্য আমেরিকার সকল দেশ দশকের পর দশক ধরে তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রেখে আসছিল। কিন্তু এখন কেবলমাত্র হন্ডুরাস, গুয়েতেমালা ও বেলিজের সাথে তাইপে’র কূটনৈতিক সম্পর্ক রয়েছে। গত এক দশকের মধ্যে কোস্টারিকা, পানামা, এল সালভাদর ও নিকারাগুয়া তাইপে’র সাথে সংযোগ ছিন্ন করে বেইজিংয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে হন্ডুরাস। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আজাদ কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ