১০ লক্ষ তিব্বতি শিশুকে কেড়ে নিয়েছে চীন! জাতিসংঘের রিপোর্টে চাঞ্চল্য
১৫ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১১:০০ পিএম

কমপক্ষে ১০ লক্ষ তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে চীন। সম্প্রতি তিব্বতে চীনা দমননীতি নিয়ে উপস্থাপন করা এক রিপোর্ট এমন দাবি করেছেন জাতিসংঘের তিন বিশেষজ্ঞ।
ফার্নান্দ দে ভারেন্নেস, ফরিদা শাহিদ ও আলেকজান্দ্রা জানথাকির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কমপক্ষে ১০ লক্ষ তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছে বেইজিং। জাতিসংঘের ওই বিশেষজ্ঞদের কথায়, “গত কয়েক বছরে অত্যন্ত উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসেছে। তিব্বতি শিশুদের জন্য বাধ্যতামূলক আবাসিক স্কুলের ব্যবস্থা আসলে দেশটির সংখ্যাগুরু হানদের সংস্কৃতি চাপিয়ে দেয়ার চেষ্টা। এটা আন্তর্জাতিক মানবাধিকার নিয়মের পরিপন্থী।”
এদিকে, এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা চীনের অবস্থানকে কালিমালিপ্ত করার চেষ্টা। ওই স্কুলগুলিতে শিশুদের শিক্ষা ও আবাসের ব্যবস্থা করা হয়। এখানে কিছুই গোপন নয়।’
উল্লেখ্য, পাঁচের দশকে ভারতকে হঠিয়ে তিব্বত দখল করে চীন। পালিয়ে যেয়ে ভারতে আশ্রয় নেন দলাই লামা ও তার অনুগামীরা। তারপর থেকেই হিমালয়ের বুকে স্থিত দেশটির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয় মুছে দিতে সচেষ্ট বেইজিং। এবার সেখানে সংখ্যাগুরু হান সম্প্রদায়ের সংস্কৃতি চাপিয়ে দেয়ার চেষ্টা করছে কমিউনিস্ট দেশটি। সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন