ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উত্তরপ্রদেশে বিবস্ত্র করা হল নারীকে

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৫ মার্চ ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১১:০১ পিএম

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৩০ বছরের মহিলাকে মারধর করল একদল দুষ্কৃতী। কেবল মারধর করাই নয়, ওই মহিলার বাড়ি গিয়ে তাকে বিবস্ত্র করার অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঠিক কী হয়েছিল? ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার, ৯ মার্চ। অভিযোগ, আগ্রায় দু’জন ব্যক্তি ইভ টিজিং করে ওই মহিলাকে। তিনি সেই আচরণের তীব্র প্রতিবাদ করেন। পরে তিনি বাড়ি ফিরে গেলে অভিযুক্তরা তাদের ১১ জন বন্ধুকে সঙ্গে নিয়ে চড়াও হয় মহিলার বাড়ি। সেখানেই তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করতে থাকে তারা।

এরপর মহিলার পোশাক খুলে নেয়। সেই সঙ্গে শাসানি দিয়ে বলে, পুলিশে জানালে এর চেয়েও খারাপ পরিস্থিতি হবে। কিন্তু এই শাসানির মধ্যেও রুখে দাঁড়ান ওই মহিলা। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

এরপরই অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্র: হিন্দুস্থান টাইমস।


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন