ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পুনর্সমর্থন জানালেন সিরিয়ার আসাদ
১৬ মার্চ ২০২৩, ১০:২০ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৮:৫৫ পিএম

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থনের কথা পুনরায় তুলে ধরেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বুধবার মস্কো সফরে তিনি এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের বৈঠকটি টেলিভিশনে প্রচার করা হয়েছে। এই বৈঠকে আসাদ বলেছেন, ইউক্রেনে নব্য নাৎসি ও পুরনো নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া।
সিরীয় নেতা বলেছেন, পশ্চিমারা পুরনো নাৎসিদের পক্ষ নিয়েছে এবং তাদের সমর্থন করছে।
আসাদ আশা প্রকাশ করেছেন, সিরিয়ায় আরও বেশি বিনিয়োগ করবে রাশিয়া।
২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে রাশিয়ার সামরিক সহযোগিতা আসাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন