কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১
১৬ মার্চ ২০২৩, ১০:৩৯ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৭ এএম

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় মাটির নিচে আটকা পড়েছেন আরও ১০ জন। ভুক্তভোগীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
কলম্বিয়ার কুন্দিনামার্কা প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বোগোটা থেকে ৭৪কিমি (৪৬ মাইল) উত্তরে অবস্থিত সুতাতাউসার পৌরসভায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে বলে গভর্নর নিকোলাস গার্সিয়া বুধবার ব্লু রেডিওকে বলেছেন। মূলত খনিতে কর্মরত একজন শ্রমিকের হাতিয়ার থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি করার পরে গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটে।
আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে খনিতে বিস্ফোরণের ওই ঘটনাটি ঘটে। নিকোলাস গার্সিয়া সাংবাদিকদের বলেছেন, ‘মানুষ ৭০০ থেকে ৯০০ মিটার (২৩০০ থেকে ৩০০০ ফুট) মাটির নিচে আটকা পড়েছে। ইতোমধ্যেই দু’জনকে উদ্ধার করা হয়েছে এবং সাতজন কোনও সহায়তায় ছাড়াই বেরিয়ে আসতে পেরেছেন।
গভর্নর জানান, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের জন্য শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। তিনি বলেছেন, ‘শ্রমিকদের উদ্ধারে প্রতিটি মিনিট পার হওয়া মানে অক্সিজেন কমে যাচ্ছে।’
এদিকে টুইটারে পোস্ট করা এক বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিশ্চিত করেছেন, খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং এটিকে তিনি ‘ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ‘আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারে আমরা কুন্দিনামার্কা সরকারের সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।’
বিস্ফোরণের ঘটনায় বেঁচে যাওয়া ৩৩ বছর বয়সী জোসেলিটো রদ্রিগেজ টেলিফোনে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, কাজ করার সময় তিনি হঠাৎ ‘কম্পন’ অনুভব করেন। তার ভাষায়, ‘তারপর আমি শ্বাসরোধের মতো অনুভব করি এবং কিছুই দেখতে পাচ্ছিলাম না।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা নিরাপদে বের হয়েছি, কিন্তু অন্যরা মারা গেছেন।’
এএফপি বলছে, কলম্বিয়ায় অসংখ্য উন্মুক্ত এবং ভূগর্ভস্থ সোনা ও কয়লা খনি রয়েছে। আর তাই প্রায়শই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। এসব খনির বেশিরভাগই বেআইনিভাবে পরিচালিত হয় বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে না।
২০১০ সালের জুন মাসে কলম্বিয়ার উত্তর-পশ্চিমে একটি খনিতে বিস্ফোরণের ঘটনায় ৭৩ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে খনিতে নানা দুর্ঘটনায় ১৪৮ জন প্রাণ হারান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সিলভার মাইলফলক ম্যাচে সিটিকে জেতালেন ডি ব্রুইনা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য পূ্র্ণশক্তির ইংল্যান্ডের দল ঘোষণা

হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন দেম্বেলে, মাঠে ফিরবেন কবে?

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ