ইমরানকে ‘বাঁচাতে’ পুলিশকে পেটায় পুলিশই, রুদ্ধশ্বাস নাটক পাকিস্তানে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৬ মার্চ ২০২৩, ১১:৪১ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১১:৪২ এএম

সাবেক প্রধানমন্ত্রীকে ইমরান খানকে নিয়ে পাকিস্তানে রুদ্ধশ্বাস নাটক। এবার পিটিআই প্রধানকে বাঁচাতে পুলিশকেই পেটাল পুলিশ। এ ঘটনায় আবারও পাকিস্তানের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের সংঘাত স্পষ্ট।

দিনদুয়েক ধরেই লাহোরের জামান পার্কে ইমরান খানের বাড়ি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তোষাখানা মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে পাক আদালত। ইমরানকে গ্রেপ্তার করতে বুধবার তার বাড়ির কাছে হাজির হয় পুলিশ। কিন্তু পুলিশকে বাধা দেন তার সমর্থকরা। ইট, পাথরের বৃষ্টি হতে থাকে পুলিশের উপরে। পুলিশও পালটা ছুঁড়তে থাকে কাঁদানে গ্যাস ও জলকামান। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার উত্তেজনা শেষে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। এরপরই লাহোর হাই কোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করতে অভিযান চালানো যাবে না।

এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ইমরান খানকে ‘বাঁচাতে’ ইসলামাবাদ পুলিশ, পাঞ্জাব পুলিশ ও পাক রেঞ্জারদের উপর হামলা চালায় গিলগিট-বাল্টিস্তানের পুলিশ বাহিনী। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। এদিকে, এ খবর প্রকাশ্যে আসতেই গিলগিট-বাল্টিস্তানের পুলিশ বাহিনীর আইজিপি মোহাম্মদ সইদকে সরিয়ে দেয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে দার আলি খান খট্টককে। দায়িত্ব নিয়েই ইমরানের নিরাপত্তার দায়িত্বে থাকা গিলগিট-বাল্টিস্তান পুলিশের কর্মীদের জামান পার্ক থেকে সরিয়ে নিয়েছেন খট্টক।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক শীর্ষ নেতার স্পষ্ট কথা, ‘আমরা পাঞ্জাব পুলিশকে বিশ্বাস করি না। ইমরান খানের নিরাপত্তার জন্যই গিলগিট-বাল্টিস্তান পুলিশ মোতায়েন ছিল। তারা কোনও বেআইনি কাজ করেনি।’ উল্লেখ্য, গিলগিট-বাল্টিস্তান হচ্ছে আজাদ কাশ্মীরের অংশ। সেখানকার বাসিন্দাদের মধ্যে ইমরান খানের জনপ্রিয়তা ব্যাপক। সূত্র: ডন।


বিভাগ : আন্তর্জাতিক


আরও পড়ুন