সরকারের সাথে বসতে রাজি ইমরান খান
১৭ মার্চ ২০২৩, ১০:৪০ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ১১:১৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সংলাপের ডাকে সাড়া দিয়ে পিটিআই প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, তিনি গণতন্ত্র ও দেশের স্বার্থে যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। খবর ডনের।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট নিরসনে সকল রাজনৈতিক নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন।
এক টুইট বার্তায় ইমরান বলেন, যারা সত্যিকারের স্বাধীনতার সংগ্রামে আমাদের সাথে যোগ দিয়েছে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
তিনি আরও বলেন দেশের উন্নতি, স্বার্থ এবং গণতন্ত্রের জন্য আমি যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। এছাড়া এ বিষয়ে যে কারও সাথে আলোচনায় রাজি আছেন বলেও জানান তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন