‘আল্লাহ বধির’ মন্তব্যের জবাব, জেলাশাসকের দপ্তরের বাইরেই আজান বিক্ষুব্ধদের
১৯ মার্চ ২০২৩, ০৯:২৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম

আজান বিতর্কে উত্তপ্ত কর্ণাটক। ক’দিন আগে কর্ণাটকের বিজেপি বিধায়ক কেএস এশয়ারাপ্পা মন্তব্য করেন, আল্লাহ হয়তো বধির। সেই কারণেই মসজিদে লাউডস্পিকার লাগিয়ে আজান দেয়া হয়! গেরুয়া নেতার এ মন্তব্যে ফুঁসে উঠেছে কর্ণাটকের শিবামোগ্গা জেলার মুসলমানরা। তারা এর প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে আজান দিলেন। এইসঙ্গে এশয়ারাপ্পার মন্তব্যের বিরোধিতায় স্লোগান দেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জেলাশাসকের দপ্তরের সামনে থেকে সরিয়ে দেয়া হয় বিক্ষোভকারীদের।
প্রকাশ্যে এসেছে এই ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, একইভাবে বিক্ষোভ দেখানো হবে বিধান সৌধের সামনে। এক প্রতিবাদী বলেন, ‘এশয়ারাপ্পা যদি আমাদের বাবা-মায়ের বিরুদ্ধে মন্তব্য করতেন, তাও মেনে নিতাম। কিন্তু উনি আল্লাহ এবং আজান নিয়ে মন্তব্য করেছেন। প্রয়োজনে আমরা বিধান সৌধের সামনে আজান দেব। আমরা ভিতু নই। এ বিষয়ে সকল ধর্মপ্রাণ মুসলমানের একজোট হওয়া উচিত।’
এই ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। শিবামোগ্গার এসপি বলেন, ‘যুবকদের বোঝানো হয়েছে এই কাজ যেন আর না করেন। তদন্ত হচ্ছে। সন্দেহজনক কিছু পেলে ব্যবস্থা নেয়া হবে।’ এ ঘটনায় জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী তোপ দেগেছেন বিজেপিকে। তার কথায়, সংবেদনশীল বিষয়ে লাগামছাড়া মন্তব্য করেছেন বিজেপি নেতা। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য ওরাই (বিজেপি) দায়ী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় গেরুয়া নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন কুমারস্বামী।
উল্লেখ্য, ক’দিন আগে সাবেক মন্ত্রী কে এস এশয়ারাপ্পা মসজিদের কাছে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তখনই লাউডস্পিকার থেকে ভেসে আসে আজানের শব্দ। এর প্রতিক্রিয়াতে বিজেপি বিধায়ক বলেন, ‘আমি যেখানেই যাই, এর (আজান) জন্য মাথাব্যথা হয়।’ এখানেই থামেননি তিনি। আল্লাহ কি বধির? সে প্রশ্নও তোলেন। ‘মন্দিরে মহিলারা প্রার্থনা করে, ভজন করে। আমরাও ধর্ম মানি। কিন্তু তার জন্য লাউডস্পিকার ব্যবহার করতে হয় না। প্রার্থনার জন্য লাউডস্পিকার ব্যবহারের মানে হল আল্লাহ বধির।’ সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

তীব্র দাবদাহে এবার ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ ঘোষণা

হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলের এক অনুষ্ঠানে গুলি, নিহত ২

ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

ইরানের নৌ জোটে সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের ৫ দেশ

'অনশনকারী' জাবি শিক্ষার্থী প্রত্যয়ের উপর হামলা

তিনদিনে ইউক্রেনের ৩ হাজার ৭০০ সেনা নিহত : রাশিয়া

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১২

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ ঐতিহাসিক ছয় দফা দিবস

লন্ডনের আদালতে প্রিন্স হ্যারি

৩ ঘণ্টা পর ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

ক্রিস্তেফ গালতিয়েরকে বরখাস্ত করল পিএসজি

স্বাস্থ্যসেবায় ওয়ান হেলথকে এগিয়ে নেয়ার আহবান

ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ঢাকা কলেজ শিক্ষার্থী লাঞ্চিত

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি

মূল্যস্ফীতির লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘অখ- ভারত মানচিত্র’ আমরা অন্ধকারে?