ইসরায়েলের বিচারব্যবস্থার সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনাক
২৫ মার্চ ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সময় গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৪ মার্চ, শুক্রবার নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে পৌঁছলে শত শত বিক্ষোভকারীর মুখোমুখি হন। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা হাতে নিয়ে নেতানিয়াহুর প্রতি ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলতে থাকেন, ‘নেতানিয়াহু আপনি জেলে যান। আপনি ইসরায়েলের পক্ষে কথা বলতে পারবেন না।'
এর আগে নেতানিয়াহু জার্মানি সফর করেছিলেন। সেখানে বিক্ষোভের মুখে সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছিলেন তিনি। বার্লিনে শত শত বিক্ষোভকারী ইসরায়েলের বিচার ব্যবস্থার পরিকল্পিত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হয়েছিলেন।
এদিকে সুনাকের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রস্তাবিত বিচারিক সংস্কারসহ ব্রিটেনের সঙ্গে সম্পর্কের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
উভয় পক্ষের বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ব্রিটেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে কথা বলেছেন। এছাড়া ইরানের হুমকিসহ নিরাপত্তা ও প্রতিরক্ষা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন।
ইসরায়েলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সুনাককে ইসরায়েলে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল শুক্রবার বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ করেছেন। দুর্নীতির জন্য তার চলমান বিচারে স্বার্থের দ্বন্দ্ব উপেক্ষা করে তিনি যে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তা বেআইনি বলেও উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থী সরকার সম্প্রতি দেশটির বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করে। এর ফলে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত সংসদে ভোটের মাধ্যমে বদলে দেওয়া যাবে। এছাড়া নেতানিয়াহুর সরকার বিচারক নিয়োগের ক্ষমতাও সংসদের হাতে দেওয়ার প্রস্তাব করেছে। ইসরায়েলিরা সরকারের এই পরিকল্পনার ব্যাপক বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সূত্র: রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শঙ্কা নিয়েই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১৮, বিপর্যস্ত ঐতিহ্যবাহী স্থাপত্য

কাশিয়ানীতে ‘খেলনা দেওয়ার’ কথা বলে শিশুকে ধর্ষণ

একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ

মানবিক চিকিৎসক আবু সাফিয়াকে বিনা বিচারে আটক, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিনিদের

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে সিমন্স

জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

ইসরাইলি সেনাদের হাতে অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা অপহরণ

ঈদের পর হবে ইমরান-বুশরার মামলার শুনানি

মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণেই সিরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে লুকাশেঙ্কোর শপথ গ্রহণ

হিলিতে মহান স্বাধীনতা দিবস পালিত