ইসরায়েলের বিচারব্যবস্থার সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনাক
২৫ মার্চ ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৮ পিএম
বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার সময় গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৪ মার্চ, শুক্রবার নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে পৌঁছলে শত শত বিক্ষোভকারীর মুখোমুখি হন। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা হাতে নিয়ে নেতানিয়াহুর প্রতি ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলতে থাকেন, ‘নেতানিয়াহু আপনি জেলে যান। আপনি ইসরায়েলের পক্ষে কথা বলতে পারবেন না।'
এর আগে নেতানিয়াহু জার্মানি সফর করেছিলেন। সেখানে বিক্ষোভের মুখে সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছিলেন তিনি। বার্লিনে শত শত বিক্ষোভকারী ইসরায়েলের বিচার ব্যবস্থার পরিকল্পিত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হয়েছিলেন।
এদিকে সুনাকের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রস্তাবিত বিচারিক সংস্কারসহ ব্রিটেনের সঙ্গে সম্পর্কের ওপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
উভয় পক্ষের বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ব্রিটেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে কথা বলেছেন। এছাড়া ইরানের হুমকিসহ নিরাপত্তা ও প্রতিরক্ষা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন।
ইসরায়েলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু সুনাককে ইসরায়েলে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল শুক্রবার বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ করেছেন। দুর্নীতির জন্য তার চলমান বিচারে স্বার্থের দ্বন্দ্ব উপেক্ষা করে তিনি যে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তা বেআইনি বলেও উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থী সরকার সম্প্রতি দেশটির বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করে। এর ফলে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত সংসদে ভোটের মাধ্যমে বদলে দেওয়া যাবে। এছাড়া নেতানিয়াহুর সরকার বিচারক নিয়োগের ক্ষমতাও সংসদের হাতে দেওয়ার প্রস্তাব করেছে। ইসরায়েলিরা সরকারের এই পরিকল্পনার ব্যাপক বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সূত্র: রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী