ক্যাশবাক্স থেকে উধাও নগদ টাকা, সিসিটিভিতে ধরা পড়ল ‘চোর’ ইঁদুরের কীর্তি!
০২ এপ্রিল ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১৪ পিএম
দোকানের বিক্রি হওয়া অর্থ ক্যাশ বাক্সে রেখে চলে যান দোকানের মালিক। সকালে এসে দোকান মালিক দেখেন ক্যাশ বাক্সে টাকা নেই। এত হাজার টাকা গেল কোথায়? সিসিটিভি ফুটেজে দেখা গেল টাকা চুরি করেছে ছোট্ট ইঁদুর। ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে গর্তে রাখে সে। খোয়া যাওয়া ১২ হাজার রুপি উদ্ধার হয়েছে। বাকি ৭০০ রুপির খোঁজে দোকান মালিক।
ঘটনাটি ঠিক কী? ভারতের তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সেই অমলকুমার মাইতির মশলাপাতির দোকান। বুধবার রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ ১৩ হাজার রুপি রেখে বাড়ি গিয়েছিলেন। সকালে দোকান খুলে চোখ কপালে। ক্যাশবাক্স ফাঁকা। কোনও টাকা নেই। খবর পাওয়ার পর আশপাশের দোকানদাররা ভিড় জমান। কিন্তু তাদের কোনও পরামর্শই পছন্দ হচ্ছিল না অমলের। একজন বললেন, “তাহলে আর দেরি কেন? এবার পুলিশকে ফোন করুন।”
অমলের দোকানে চার-চারটি সিসিটিভি ক্যামেরা। পুলিশকে ফোন করার আগে একবার সিসিটিভি ফুটেজ দেখবেন বলে ঠিক করেন। চালানো হল ফুটেজ। অস্বাভাবিক কিছু ধরা পড়ল না। দোকানের এক কর্মচারী রাতে সেখানে থাকেন। তাকেও ফুটেজে দেখা যাচ্ছিল না। তাছাড়া কাউকে অকারণে দোষারোপ করতেও নারাজ দোকান মালিক। ফলে ফের মনমরা হয়ে গেলেন। হতভম্ব হয়ে বসে রইলেন দোকানে।
এভাবে কিছুক্ষণ কাটার পর কয়েকজনের পরামর্শে আবারও ফুটেজ দেখার পরিকল্পনা হল। আরও খুঁটিয়ে দেখা হল সারারাতের ফুটেজ। দেখতে দেখতে হাই উঠতে শুরু করল সবার। কিন্তু চোরের দেখা নেই। সিসিটিভির ঘড়িতে রাত শেষ হয়ে সকাল সাতটা। হঠাৎ একজন চিৎকার করে উঠলেন, ‘এক মিনিট। এক মিনিট।’ তার কথা শুনে ফুটের রিওয়াইন্ড হল একটু। আর শনাক্ত হল অপরাধীও। দেখা গেল চোর আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটি ইঁদুর।
ক্যাশবাক্সে সামান্য একটু ফাঁক। সেটি আবিষ্কার করেছে সে। ক্যাশবাক্সে মুখ ঢুকিয়ে নোট বের করছে। কখনও একটা। কখনও এক গোছা। তারপর তা মুখে করে তড়বড় করে চারপেয়ে হেঁটে যাচ্ছে দোকানের এক কোণে। সেখানে গচ্ছিত রাখছে চোরাই টাকা। যাচ্ছে আর আসছে। এই করতে করতে ক্যাশবাক্স প্রায় ফাঁকা করে গর্তে ঢুকে যায়। এরপর খোঁজ খোঁজ। ইঁদুরের সেই গোপন আশ্রয়ের সন্ধান অবশেষে মিলল। পাওয়া গেল ১২ হাজার ৭০০ রুপি। টাকা পাওয়া গিয়েছে বলেই ব্যবসায়ী অমল খুব একটা আমল দিলেন না বিষয়টিকে। মুচকি হেসে বলেন, ‘দোকানের খাচ্ছে, পরছে। তাই হয়তো নোটগুলো নিয়ে বাইরে ফেলেনি। সেটা করলে আর পেতাম না।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তরুনদের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে
আপন ভাই হলেও দোসরদের ব্যাপারে কোনো ছাড় নয়: আমীর খসরু
ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসকের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান
‘বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো’
সম্পর্কের অগ্রাধিকারে থাকবে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা
শেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছাত্রদলের গৌরবময় ইতিহাস জাতীয় ঐক্যের শক্তি
রাজশাহীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রিমিয়ার লিগে খুলল শীতকালীন ট্রান্সফার উইন্ডো
বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স ডিসেম্বরে
ড. শমশের আলীর সাথে ইরানের উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সাক্ষাৎ
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২০২৫: ক্রিকেটারদের জন্য ব্যস্ততম বছর
ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে : বিএনপি নেতা হাজী ইয়াছিন
সিআইপি নির্বাচিত হওয়ায় সোহেল আব্দুল্লাকে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সম্মাননা উপহার
চীন থেকে প্রথম রেল চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে
২০২৫ সাল হবে সোনালী ব্যাংকের সমৃদ্ধির পথে চলার বছর
ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১