ট্রেনের ধাক্কায় ভারতে হাজার হাজার গরুর মৃত্যু
০৭ এপ্রিল ২০২৩, ০৯:১৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম
প্রতিবছর ভারতে গুরুর সংখ্যা বাড়ছে। আর এসব গরু যখন বয়স্ক হয়ে যায় তখন মালিক সে গরুকে ছেড়ে। তখন ওইসব গরু বেওয়ারীস হয়ে পড়ে। তখন যেখানে সেখানে খাবারের জন্য হানা দেয়। আর রাতে রেল লাইনের ওপর আশ্রয় নেয়।
ভারতে ২০২২ সালের হিসাব অনুযায়ী ট্রেনের ধাক্কায় ১৩ হাজার গরু মারা গেছে। ভারতের ১৭টি রেল অঞ্চলের মধ্যে নয়টি অঞ্চল থেকে বিবিসি এ তথ্য পেয়েছে।
২০২২ সালে দেশটিতে মৃত গরুর সংখ্যা ২০১৯ সালের চেয়ে প্রায় ২৪ ভাগ বেশি। ভারতীয় সরকারের দেয়া তথ্য এ বিষয়টিই উঠে এলো।
ভারতে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যুর ঘটনা নতুন কিছু না। অভিনব ও দ্রুতগতির কিছু ট্রেন নামানোর পরে ভারতীয় গণমাধ্যমে গরুর মৃত্যু নিয়ে আবারো অনুসন্ধান শুরু হয়েছে।
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমি-হাই স্পিড ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস' উদ্বোধনের একদিনের মধ্যে ভেঙে পড়ে। তখন রেলের একজন মুখপাত্র বলেছিলেন, রেললাইনে হয়তো ট্রেনটির সাথে গরুর ধাক্কা লেগেছিল।
গত বছরের অক্টোবর মাসে ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটে 'বন্দে ভারত এক্সপ্রেসের' সাথে গরুর ধাক্কা লাগার ফলে তীব্র জট ও বিলম্ব হয়েছিল। গত সপ্তাহেই আরো একটি উন্নতমানের ট্রেনের ট্রায়ালের সময় সাথে গরুর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। এতে করে ট্রেনটির উদ্বোধন পিছিয়ে গেছে। ভারতে হাজারো লোক রেললাইনের আশপাশের ফাঁকা জায়গায় গরু চরাতে নিয়ে যায়।
গরুর মালিকদের অনেকে রেলট্র্যাকের আশপাশেই বসবাস করেন কিংবা ঘাটি গাড়েন যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সহসাই যাতায়াত করতে পারেন।
প্রায় সাতষট্টি হাজার ৫৪৬ মাইল জায়গাজুড়ে বিস্তীর্ণ ভারতের রেলপথের সুদীর্ঘ পথ গ্রামাঞ্চলের ভেতর দিয়ে চলে গেছে এবং সেখানে নেই কোনো বেড়া। এতে করে গরুর পাল সহজেই রেললাইনে চলে যায় এবং রেলগাড়ির ধাক্কায় মারা পড়ে।
ভারতের শক্তিশালী পুরনো ট্রেনগুলোতে এসব সংঘর্ষের ফলে তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু নতুন ট্রেনগুলোর সম্মুখভাগে মেরামতের প্রয়োজন হয়েছে।
যাত্রীরাও বিপদে পড়েছেন কখনো কখনো। গত বছরের অক্টোবরে ভারতীয় রেলওয়ের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এমন ঘটনাগুলো ‘রেলের কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে’ এবং ‘ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা’ বাড়িয়ে তুলেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে এই দুর্ঘটনাগুলো, যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। এতে রেল ট্র্যাফিক ব্যাহত হতে পারে এবং রেল সম্পত্তির ক্ষতি হতে পারে।
২০২২ সালে ভারতের রেলওয়ের দু’টি প্রধান অঞ্চলে রেললাইন ও ট্রেনের মেরামত বাবদ প্রায় এক কোটি ৩০ লাখ রুপি খরচ হয়েছিল, যদিও ঠিক গরুর সাথে সংঘর্ষের কারণে কত খরচ হয়েছিল তা বলা হয়নি।
২০২১ সালের ডিসেম্বর মাসে রেলওয়ে মন্ত্রী আশ্বিনি ভৈষ্ণু যেসব জায়গায় গরুর যাতায়াত বেশি সেখানে রেললাইনের দু’পাশে বেড়া দেয়ার প্রস্তাব তুলেছিলেন। তিনি ট্র্যাকের কাছাকাছি নানা আবর্জনা ও ঝোপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছিলেন।
ভারতের রেল মন্ত্রী তখন আরো বলেছিলেন যে কাছাকাছি জায়গার মধ্যে বড় শহরগুলোর সংযোগ সড়ক নিয়ে কাজ করা হচ্ছে, যাতে গবাদি পশুপালনকারীরা সহজেই সেসব পথ ব্যবহার করতে পারেন।
মু্ম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার রেলপথে একটি ৩৮৬ মাইল লম্বা একটি ধাতব বিম দেয়া হয়েছে। যাতে কোনো গরু রেলপথ দিয়ে না যেতে পারে এবং ট্রেনগুলো সাবলীলভাবে চলাচল করতে পারে।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ভারতের যে রেল নেটওয়ার্ক তা বেড়া দেয়া প্রায় অসম্ভব। সাবেক রেল কর্মকর্তা রাকেশ চোপড়া বলেন, ‘রেল কর্তৃপক্ষ খুব ভালোভাবেই জানে বেড়া দেয়া এই সমস্যার কোনো বাস্তবসম্মত সমাধান নয়। আমাদের এই সমস্যা মেটাতে হলে ভিন্ন কিছু ভাবতে হবে।’ একটি হচ্ছে গরুর মালিকদের ওপর মামলা ও জরিমানা করা।
ভারতে ইতোমধ্যে একটি আইন আছে, যেখানে বলা হচ্ছে যদি রেলপথে কোনো গরুর পাল যায় তার মালিকের ছয় মাস পর্যন্ত জেল এবং এক হাজার রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।
ওয়েস্টার্ন রেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে যে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৯১টি মামলা করা হয়েছে এবং নয় হাজার ১০০ রুপি জরিমানা করা হয়েছে।
রেলের আরেকজন সাবেক কর্মকর্তা অরুণেন্দ্র কুমার বলছেন, ‘সারা দেশে রেললাইনের বেড়া দেয়া বা রেলপথ উঁচু করা একটি কার্যকর সমাধান হতে পারত’ কিন্তু যোগ করেন যে এটি খুব ব্যয়বহুল হতে পারে।
তিনি মনে করেন, গবাদি পশুর সংঘর্ষ মোকাবেলা করার একটি ভালো উপায় হল রেল ট্র্যাকের কাছাকাছি বসবাসকারী লোকদের সাথে এ নিয়ে কাজ করা। এই ধরনের সংঘর্ষ প্রতিরোধে তাদের ভূমিকা সম্পর্কে তাদের সচেতন করা। সূত্র : বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কাপাসিয়ার ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান খোকন গ্রেফতার
ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ
১৪তম গ্রেডসহ পাঁচ দাবি ল্যাব সহকারী ঐক্য পরিষদের
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
৭ এপিবিএন অধিনায়ক পরিদর্শন করলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প
মাদরাসা উদ্ধারের দাবি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল এশিয়া কাপে
ফেডারেশন কাপে একই গ্রুপে মোহামেডান-আবাহনী
বিসিবির অর্থ পুরস্কার হাতে পেলেন সাবিনারা
ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার
ঝিকরগাছায় রাস্তার পাশে পড়ে ছিল যুবকের লাশ
সালমান খানকে হত্যার হুমকিদাতা বিষ্ণোই গ্যাংয়ের ছোট ভাই গ্রেফতার
আলী ইমাম মজুমদার-খোদা বকশ চৌধুরীরা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন: রিজভী
৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য মিলনমেলায় হাজার হাজার ছাত্র-ছাত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চান এরদোগান
গণপূর্তে কর্মরত হত্যা মামলার আসামিসহ ১৬ জনকে অপসারণের দাবি
দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা দিলেন মহাপরিচালক
র্যাব পরিচয়ে ফ্যাসিবাদের দোসররা কি এখনো সক্রিয়?