ঢাকা   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

ট্রেনের ধাক্কায় ভারতে হাজার হাজার গরুর মৃত্যু

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৭ এপ্রিল ২০২৩, ০৯:১৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম

প্রতিবছর ভারতে গুরুর সংখ্যা বাড়ছে। আর এসব গরু যখন বয়স্ক হয়ে যায় তখন মালিক সে গরুকে ছেড়ে। তখন ওইসব গরু বেওয়ারীস হয়ে পড়ে। তখন যেখানে সেখানে খাবারের জন্য হানা দেয়। আর রাতে রেল লাইনের ওপর আশ্রয় নেয়।

ভারতে ২০২২ সালের হিসাব অনুযায়ী ট্রেনের ধাক্কায় ১৩ হাজার গরু মারা গেছে। ভারতের ১৭টি রেল অঞ্চলের মধ্যে নয়টি অঞ্চল থেকে বিবিসি এ তথ্য পেয়েছে।

২০২২ সালে দেশটিতে মৃত গরুর সংখ্যা ২০১৯ সালের চেয়ে প্রায় ২৪ ভাগ বেশি। ভারতীয় সরকারের দেয়া তথ্য এ বিষয়টিই উঠে এলো।

ভারতে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যুর ঘটনা নতুন কিছু না। অভিনব ও দ্রুতগতির কিছু ট্রেন নামানোর পরে ভারতীয় গণমাধ্যমে গরুর মৃত্যু নিয়ে আবারো অনুসন্ধান শুরু হয়েছে।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমি-হাই স্পিড ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস' উদ্বোধনের একদিনের মধ্যে ভেঙে পড়ে। তখন রেলের একজন মুখপাত্র বলেছিলেন, রেললাইনে হয়তো ট্রেনটির সাথে গরুর ধাক্কা লেগেছিল।

গত বছরের অক্টোবর মাসে ভারতের পশ্চিমের রাজ্য গুজরাটে 'বন্দে ভারত এক্সপ্রেসের' সাথে গরুর ধাক্কা লাগার ফলে তীব্র জট ও বিলম্ব হয়েছিল। গত সপ্তাহেই আরো একটি উন্নতমানের ট্রেনের ট্রায়ালের সময় সাথে গরুর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি। এতে করে ট্রেনটির উদ্বোধন পিছিয়ে গেছে। ভারতে হাজারো লোক রেললাইনের আশপাশের ফাঁকা জায়গায় গরু চরাতে নিয়ে যায়।

গরুর মালিকদের অনেকে রেলট্র্যাকের আশপাশেই বসবাস করেন কিংবা ঘাটি গাড়েন যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সহসাই যাতায়াত করতে পারেন।

প্রায় সাতষট্টি হাজার ৫৪৬ মাইল জায়গাজুড়ে বিস্তীর্ণ ভারতের রেলপথের সুদীর্ঘ পথ গ্রামাঞ্চলের ভেতর দিয়ে চলে গেছে এবং সেখানে নেই কোনো বেড়া। এতে করে গরুর পাল সহজেই রেললাইনে চলে যায় এবং রেলগাড়ির ধাক্কায় মারা পড়ে।

ভারতের শক্তিশালী পুরনো ট্রেনগুলোতে এসব সংঘর্ষের ফলে তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু নতুন ট্রেনগুলোর সম্মুখভাগে মেরামতের প্রয়োজন হয়েছে।

যাত্রীরাও বিপদে পড়েছেন কখনো কখনো। গত বছরের অক্টোবরে ভারতীয় রেলওয়ের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এমন ঘটনাগুলো ‘রেলের কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে’ এবং ‘ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা’ বাড়িয়ে তুলেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে এই দুর্ঘটনাগুলো, যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটায়। এতে রেল ট্র্যাফিক ব্যাহত হতে পারে এবং রেল সম্পত্তির ক্ষতি হতে পারে।

২০২২ সালে ভারতের রেলওয়ের দু’টি প্রধান অঞ্চলে রেললাইন ও ট্রেনের মেরামত বাবদ প্রায় এক কোটি ৩০ লাখ রুপি খরচ হয়েছিল, যদিও ঠিক গরুর সাথে সংঘর্ষের কারণে কত খরচ হয়েছিল তা বলা হয়নি।

২০২১ সালের ডিসেম্বর মাসে রেলওয়ে মন্ত্রী আশ্বিনি ভৈষ্ণু যেসব জায়গায় গরুর যাতায়াত বেশি সেখানে রেললাইনের দু’পাশে বেড়া দেয়ার প্রস্তাব তুলেছিলেন। তিনি ট্র্যাকের কাছাকাছি নানা আবর্জনা ও ঝোপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছিলেন।

ভারতের রেল মন্ত্রী তখন আরো বলেছিলেন যে কাছাকাছি জায়গার মধ্যে বড় শহরগুলোর সংযোগ সড়ক নিয়ে কাজ করা হচ্ছে, যাতে গবাদি পশুপালনকারীরা সহজেই সেসব পথ ব্যবহার করতে পারেন।

মু্ম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার রেলপথে একটি ৩৮৬ মাইল লম্বা একটি ধাতব বিম দেয়া হয়েছে। যাতে কোনো গরু রেলপথ দিয়ে না যেতে পারে এবং ট্রেনগুলো সাবলীলভাবে চলাচল করতে পারে।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ভারতের যে রেল নেটওয়ার্ক তা বেড়া দেয়া প্রায় অসম্ভব। সাবেক রেল কর্মকর্তা রাকেশ চোপড়া বলেন, ‘রেল কর্তৃপক্ষ খুব ভালোভাবেই জানে বেড়া দেয়া এই সমস্যার কোনো বাস্তবসম্মত সমাধান নয়। আমাদের এই সমস্যা মেটাতে হলে ভিন্ন কিছু ভাবতে হবে।’ একটি হচ্ছে গরুর মালিকদের ওপর মামলা ও জরিমানা করা।

ভারতে ইতোমধ্যে একটি আইন আছে, যেখানে বলা হচ্ছে যদি রেলপথে কোনো গরুর পাল যায় তার মালিকের ছয় মাস পর্যন্ত জেল এবং এক হাজার রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।

ওয়েস্টার্ন রেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে যে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৯১টি মামলা করা হয়েছে এবং নয় হাজার ১০০ রুপি জরিমানা করা হয়েছে।

রেলের আরেকজন সাবেক কর্মকর্তা অরুণেন্দ্র কুমার বলছেন, ‘সারা দেশে রেললাইনের বেড়া দেয়া বা রেলপথ উঁচু করা একটি কার্যকর সমাধান হতে পারত’ কিন্তু যোগ করেন যে এটি খুব ব্যয়বহুল হতে পারে।

তিনি মনে করেন, গবাদি পশুর সংঘর্ষ মোকাবেলা করার একটি ভালো উপায় হল রেল ট্র্যাকের কাছাকাছি বসবাসকারী লোকদের সাথে এ নিয়ে কাজ করা। এই ধরনের সংঘর্ষ প্রতিরোধে তাদের ভূমিকা সম্পর্কে তাদের সচেতন করা। সূত্র : বিবিসি


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিম্মিদের বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মোসাদ প্রধানের
আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের
ভারতকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
কাশ্মীর হামলায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন
মার্কিন উচ্চশিক্ষার চরম পতন
আরও
X

আরও পড়ুন

মির্জা আজমের এপিএস, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক- এবার পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত

মির্জা আজমের এপিএস, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক- এবার পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত

লালে লাল শাহজালাল স্লোগানে ঐতিহাসিক 'লাকড়ি তােলা' উৎসবে সিলেটে অসংখ্য ভক্ত অনুরাগী

লালে লাল শাহজালাল স্লোগানে ঐতিহাসিক 'লাকড়ি তােলা' উৎসবে সিলেটে অসংখ্য ভক্ত অনুরাগী

কান উৎসবের মূল পর্বে বাংলাদেশি স্বপ্নদৈর্ঘ্য সিনেমা

কান উৎসবের মূল পর্বে বাংলাদেশি স্বপ্নদৈর্ঘ্য সিনেমা

রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদী ভূত রয়েছে তাঁদেরকে দূর করে নির্বাচন দিতে হবে --মানিকগঞ্জ দরবার শরীফের পীর

রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদী ভূত রয়েছে তাঁদেরকে দূর করে নির্বাচন দিতে হবে --মানিকগঞ্জ দরবার শরীফের পীর

মাছের উৎপাদন ও রপ্তানিতে বিপুল সম্ভাবনা : কর্মশালায় বক্তারা

মাছের উৎপাদন ও রপ্তানিতে বিপুল সম্ভাবনা : কর্মশালায় বক্তারা

আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  হেফাজতে ইসলাম বাংলাদেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

রাজনৈতিক সেল্টারে বহাল তবিয়্যতে আ.লীগের দোসররা

রাজনৈতিক সেল্টারে বহাল তবিয়্যতে আ.লীগের দোসররা

যে কারণে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি

যে কারণে বিএনপির কট্টর সমালোচক হয়ে উঠলেন গোলাম মাওলা রনি

জিম্মিদের বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মোসাদ প্রধানের

জিম্মিদের বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক মোসাদ প্রধানের

সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল হয়েছে আ.লীগের সময়ে  : দুলু

সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল হয়েছে আ.লীগের সময়ে : দুলু

বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে-দুলু

বিএনপি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে-দুলু

আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের

আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের

ভবিষ্যৎ ও অদৃশ্যের নিয়ন্ত্রণ কেবল আল্লাহ তা’য়ালারই হাতে

ভবিষ্যৎ ও অদৃশ্যের নিয়ন্ত্রণ কেবল আল্লাহ তা’য়ালারই হাতে

আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো : ফারুক হাসান

আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো : ফারুক হাসান

ভারতকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতকে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

কাশ্মীর হামলায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন

কাশ্মীর হামলায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ ,মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে -প্রিন্স

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ ,মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে -প্রিন্স

পদ্মার চরে জনমনে স্বস্তি ফিরিয়েছে সেনাবাহিনী

পদ্মার চরে জনমনে স্বস্তি ফিরিয়েছে সেনাবাহিনী

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন

মার্কিন উচ্চশিক্ষার চরম পতন