ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

আমার জন্ম ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি নয় : তাসনিম

Daily Inqilab ইনকিলাব

১৯ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

শিগগিরই একটি নতুন আইন পাস হতে যাচ্ছে যুক্তরাজ্যে। নতুন সেই আইনে দেশটির দুই রাজ্য ইংল্যান্ড ও ওয়েলসে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুদের ‘অপরাধের শিকার’ বলে স্বীকৃতি দেওয়া হবে। তবে ধর্ষণের জেরে জন্ম নেওয়া অনেকেই প্রস্তাবিত এই আইনটি সম্পর্কে তেমন উৎসাহ বোধ করছেন না। তারা বলছেন, এই আইনটি পাস হলে তারা ও তাদের মতো অনেক মানুষকে সামাজিকভাবে এমন একটি তকমা বয়ে বেড়াতে হবে, যার জন্য তারা নিজেরা দায়ী নন। -বিবিসি

এছাড়া তাদের মায়েরা—যারা নিজেদের জীবনের ভয়াবহতম বিপর্যয় সহ্য করে টিকে আছেন, জন্যও এ ব্যাপারটি অসম্মানজনক। ধর্ষণের জেরে জন্ম হয়েছে, এমন কয়েকজন ব্যক্তির জীবনের মর্মান্তিক গল্প তুলে এনেছে বিবিসি। তাদেরই একজন তাসনিম—যার মা, খালা এবং নানী এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের শিকার হয়ে দগ্ধ হয়ে মারা যান; আর সেই আগুন দিয়েছিল তাসনিমের জন্মদাতা আজহার আলী মেহমুদ—যে এখন ইংল্যান্ডের একটি কারাগারে যাবজ্জীবন কারাবাসের সাজা খাটছে।

তাসনিমের জন্মের কয়েকদিন পরেই ঘটেছিল এই ভয়াবহ ঘটনা। বর্তমানে তার বয়স ১৮ পূর্ণ হয়েছে। নিজের ১৮ তম জন্মদিনে তিনি পুলিশ স্টেশন গিয়ে সেই ঘটনার জেরে দায়ের করা মামলা এবং মামলার সাক্ষ্যপ্রমাণ পর্যবেক্ষণ করার আবেদন জানান। সেই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাদের খুঁজে তাদের সঙ্গে কথা বলেন, তথ্য উপাত্তও নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুটি তার হাতে আসে, সেটি হলো তার মায়ের লেখা ডায়রি। সেই ডায়রিতে মৃত্যুর আগে শেষ লেখায় তাসনিমের উদ্দেশে ভালবাসা জানিয়ে গেছেন তার মা লুসি।

মৃত্যুর আগে মেয়ের উদ্দেশে লুসি লেখেন, ‘প্রিয় তাস, তোমার বয়স এখন মাত্র ১০ দিন। তুমি বড় হওয়ার পর এই ডায়রিটি হাতে পাবে। আমি তোমাকে খুব ভালবাসি।’মৃত্যুর সময় লুসি ছিলেন মাত্র ১৫ বছরের এক ব্রিটিশ কিশোরী। ডায়রিটি পড়ে তাসনিম জানতে পারেন, তার জন্মদাতা আজহার আলী মেহমুদ ছিল তাদের গাড়ি চালক। লুসির বয়স যখন ১২ বছর, তখন থেকে সময়-সুযোগ পেলেই তাকে যৌন নিগ্রহ এবং এক পর্যায়ে ধর্ষণ করা শুরু করে মেহমুদ; লুসিকে নানা ভাবে ভয়-ভীতিও দেখাত সে। লুসির চেয়ে বয়সে ১০ বছরের বড় ছিল মেহমুদ।

ভয়-লজ্জা-সংকোচের কারণে লুসি এসব ঘটনা তার মা-বাবা বা কোনো আত্মীয়কে বলতে পারেনি, কিন্তু মেহমুদের নিয়মিত ধর্ষণের জেরে তিনি যখন অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন— তখন ব্যাপাটি প্রকাশ পায়। তবে তার আগেই পালিয়ে গিয়েছিল মেহমুদ। তারপর ২০০১ সালের কোনো এক রাতে লুসিদের বাড়ির চারদিকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় মেহমুদ। সেই আগুনে পুড়ে মরে লুসি, তার মা এবং এক বোন। তবে আগুন লাগার পর পর ১০ দিন বয়সী তাসনিমকে একটি কম্বলে জড়িয়ে চুরি করে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল সে। ফলে বেঁচে যায় তাসনিম।

মায়ের ডায়রি পড়তে পড়তে চোখের পানি ধরে রাখতে পারেননি তাসনিম। ডায়রির পাতায় পাতায় ছিল মেহমুদের যৌন নির্যাতন ও তার ফলে লুসির যন্ত্রণার বিবরণ। সেই বিবরণ এতটাই কষ্টের, যে পড়তে পড়তে তাসনিমের মনে হচ্ছিল—পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে; এ ও মনে হচ্ছিল— সে পৃথিবীতে একমাত্র ব্যক্তি—যার জন্মের সঙ্গে জড়িয়ে আছে এক নিষ্পাপ কিশোরীর জীবনের সব থেকে বড় বিপর্যয়, যন্ত্রণার ইতিহাস।

ব্রিটেনের সরকারি পরিসংখ্যান অবশ্য তা বলছে না। দেশটির ডারহাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইম্যান জাস্টিস বিভাগের তথ্য অনুযায়ী, কেবল ২০২১ সালেই ইংল্যান্ড এবং ওয়েলসে ধর্ষণের কারণে অন্তঃস্বত্ত্বা হয়েছেন ৩ হাজার ৩শ’রও বেশি নারী। যে আইনটি আর কিছুদিনের মধ্যেই ব্রিটেনে পাশ হতে যাচ্ছে, সেখানে ধর্ষণের ফলে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে আলাদা স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এছাড়া মেডিকেল কাউন্সিলিং, চিকিৎসা, শিক্ষা ও আবাসনের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সরকার।

তবে তাসনিমের সমস্যা আরও গভীর। সরকারের এই কল্যাণমূলক উদ্যোগ সেই সমস্যার গোড়ায় পৌঁছাতে পারবে না বলেই মনে করেন তিনি। বিবিসিকে এ প্রসঙ্গে এই তরুণী বলেন, ‘আপনি যদি বিবাহিত এবং ভালবাসায় পরিপূর্ণ কোনো দম্পতির সন্তান হন— সেক্ষেত্রে আমার সমস্যা আপনি বুঝতে পারবেন না। ‘ব্যাপারটি অনেকটা এমন— আপনার স্বত্ত্বা ও জীবনের যাবতীয় অর্জনকে এটা অর্থহীন করে দেয়। কারণ, আমি একজন খুনীর সঙ্গে সরাসরি সম্পর্কিত, যে কিনা একজন ধর্ষকও। যেহেতু আমার শরীরে তার রক্ত আছে, আমার ভয় হচ্ছে— আমি কি তার মতো হয়ে উঠবো জীবনের কোনো এক সময়ে?’

তাসনিমের মা লুসি অবশ্য তার ডায়রিতে কৈশরকালীণ নিপীড়ণের পাশাপাশি তাসনিমের জন্ম নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। তাকে কীভাবে বড় করবেন— সে সম্পর্কিত স্বপ্নগুলোও লিখে গেছেন তিনি। অনাগত সন্তানকে নিয়ে কিছু কবিতাও লিখেছেন লুসি। বিবিসিকে তাসনিম বলেন, ‘আমার নিজেকে নিয়ে আজেবাজে কথা ভাবা উচিত নয়। কারণ, ডায়রি পড়ে জেনেছি— আমার মা চাইতেন, আমি যেন কখনও হীনমন্যতায় না ভুগি।

তাসনিমের মা ও তার আত্মীস্বজনদের হত্যাকারী সেই আজহার আলী মেহমুদ অবশ্য ধরা পড়েছে, ইংল্যান্ডের একটি কারগারে জাবজ্জীবন সাজা খাটছে সে। তাসনিমের একটি ক্ষীণ আশা ছিল যে— এত বছর পর হয়তো তার বাবা নিজের অতীত কার্যকলাপের জন্য অনুতপ্ত। সেই আশায় ভর করেই নিজের আঠারোতম জন্মদিনে কারাগারে নিজের জন্মদাতাকে দেখতে গিয়েছিলেন তিনি।

কারাগারের একজন রক্ষী তাসনিমকে একটি ছোটো ঠাণ্ডা কক্ষে নিয়ে গেলেন। সেখানে একটি টেবিল আর দু’টি চেয়ার রাখা। একটু পর কয়েদিদের পোশাক পরে হাজির হলো মেহমুদ। এবং তাসনিম লক্ষ্য করলেন— কয়েক বছরের কারাবাস তার জন্মদাতার আচরণে বিশেষ পরিবর্তন আনতে পারেনি। কথা-বার্তা, আচার-আচরণে আগের মতোই রূঢ়, উদ্ধত মেহমুদ। মেয়েকে দেখে অবশ্য খুশি হয় সে। মেয়ের জন্মদিনের কথা শুনে তা ‘উদযাপন’ করতে এক কারারক্ষীকে অনুরোধ করে চকলেট কেকেরও ব্যবস্থা করে মেহমুদ।

কিন্তু সেই কেক খেতে পারেননি তাসনিম। তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন— ভালোভাবেই বুঝতে পেরেছেন— মেহমুদ তার অতীতের জন্য অনুতপ্ত নন। কারাগার থেকে বেরিয়ে তাসনিম সংকল্প করলেন— আর কোনোদিন নিজের জন্মদাতার মুখ দেখবেন না তিনি। এখন পর্যন্ত নিজের সেই সংকল্পে অটল আছেন তাসনিম।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা