এক বছরে উপার্জন কমেছে জো-জিল বাইডেন দম্পত্তির
১৯ এপ্রিল ২০২৩, ০৯:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম
২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমেছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট কাপল জো বাইডেন-জিল বাইডেন দম্পতির আর্থিক সম্পদের পরিমাণ। ১৯ এপ্রিল ২০২২ সালের আয়কর রিটার্ন সম্পর্কিত নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, সেখান থেকেই পাওয়া গেছে এ তথ্য।
হোয়াইট হাউসের প্রকাশিত নথি অনুযায়ী, ২০২২ সালে বাইডেনের মোট উপার্জন ছিল ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ১৫ লাখ ৯ হাজার ৬১৫ টাকা। তার আগের বছর, ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট আয় করেছিলেন মোট ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার,বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯১০ দশমিক ২৮ টাকা।
অর্থাৎ, ২০২১ সাল থেকে ২০২২ সাল— এক বছরে বাইডেনের উপার্জন হ্রাস পেয়েছে ৩১ হাজার ২১৮ ডলার, বা ৩২ লাখ ২৯ হাজার ২৯৫ টাকা। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস প্রেসিডেন্ট জো বাইডেনের বাৎসরিক বেতন ৪ লাখ ডলার বা ৪ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। ২০২১ সালের জানুয়ারি প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই বেতনই নিচ্ছেন তিনি।
অন্যদিকে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ব্যক্তিগত জীবনে শিক্ষকতা পেশায় যুক্ত। নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ান তিনি। ২০২২ সালে তার মোট উপার্জন ছিল ৮২ হাজার ৩৩৫ ডলার বা ৮৭ লাখ ৩৯ হাজার ৩৬ টাকা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে জিল বাইডেনই প্রথম ফার্স্ট লেডি, যিনি হোয়াইট হাউসে বসবাস ও সরকারি দায়-দায়িত্ব পালনের পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত আছেন। হোয়াইট হাউসের নথি বলছে, ২০২২ সালে এই দম্পতি নিজেদের সম্পদের ওপর ফেডারেল ইনকাম ট্যাক্স বা রাষ্ট্রীয় আয়কর দিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬১৮ ডলার যা শতকরা হিসেবে এই দম্পতির এক বছরের আয়ের ২৩ দশমিক আট শতাংশ। গত বছর এই করের পরিমাণ ছিল ২৫ শতাংশ।
এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ডেলাওয়্যার এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ায় বাড়ি ও কিছু ভূ-সম্পত্তি আছে জিল-জো বাইডেন দম্পতির। এসব স্থাবর সম্পত্তি বাবদ আলাদা আয়করও দিয়েছেন তারা। ডেলাওয়্যারের বাড়ি ও ভূ সম্পত্তির জন্য জিল ও জো বাইডেন দম্পতি ২০২২ সালে দিয়েছেন ২৯ হাজার ২৩ ডলার এবং ভার্জিনিয়ায় সম্পত্তির জন্য আয়কর পরিশোধ করেছেন ৩ হাজার ১৩৯ ডলার। ভার্জিনিয়ার সম্পত্তির জন্য আয়কর অবশ্য জিল বাইডেন ব্যক্তিগতভাবে দিয়েছেন।
২০২২ সালে ২০টি দাতব্য সংস্থায় মোট ২০ হাজার ১৮০ ডলার দান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। সবচেয়ে বেশি দান করেছেন বিউ বাইডেন ফাউন্ডেশন নামের একটি সংস্থায়— ৫ হাজার ডলার। বিউ বাইডেন ছিলেন জো বাইডেনের প্রথম সন্তান। তার প্রথম স্ত্রী নেইলি হান্টারের ঘরে জন্ম হয় বিউ’র। ২০১৫ সালে ক্যান্সারে মৃত্যু হয় বাইডেনের এই ছেলের। বিউ’র মৃত্যুর পর বিউ বাইডেন ফাউন্ডেশন গড়ে তোলেন জিল-জো বাইডেন দম্পতি। সংস্থাটি শিশু অধিকার সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে থাকে।
প্রেসিডেন্ট ও ফার্স্ট কাপলের আয়কর বিবরণী ও সম্পদের পরিমাণ প্রকাশ করা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক ঐতিহ্য। তবে বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প তাতে ব্যাঘাত ঘটিয়েছিলেন। নিজের শাসন মেয়াদে কখনও আয়কর বিবরণী প্রকাশ করেননি তিনি। জো বাইডেন ফের সেই ঐতিহ্যের পথে ফেরালেন যুক্তরাষ্ট্রকে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩, আহত-১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে