মানহানির মামলায় সাজা স্থগিত চেয়ে রাহুল গান্ধীর আবেদন খারিজ
২০ এপ্রিল ২০২৩, ০৯:২৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৩২ পিএম
‘মোদি পদবী’ নিয়ে দায়েরকৃত মামলায় আদালতে আবারও বড় ধাক্কার মুখে পড়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। মানহানি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। দুই বছরের সাজাও দেওয়া হয়েছিল এই কংগ্রেস নেতাকে। -এনডিটিভি
তবে সেই সাজা স্থগিত চেয়ে করা রাহুলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আর এর অর্থ হলো- রাহুল গান্ধীকে আপাতত সংসদ সদস্য পদে পুনর্বহাল করা যাবে না। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মানহানি মামলায় কংগ্রেসের অন্যতম শীর্ষ এই নেতাকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাটের আদালত। দুই বছরের সাজা দেওয়া হয়েছিল তাকে। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই সম্প্রতি সুরাট আদালতে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার সাজার ওপরে স্থগিতাদেশ জারির জন্য আবেদন করেছিলেন তিনি।
তবে বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত রাহুল গান্ধীর সেই আবেদন খারিজ করে দেয়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারণার সময় মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘সকল চোরের পদবিই মোদি হয় কেন? তা সে নীরব মোদিই হোক বা ললিত মোদি কিংবা নরেন্দ্র মোদি।’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি মানহানির মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছরের কারাদণ্ড দেন।
ফৌজদারি মানহানি মামলায় রাহুলের দুই বছরের সাজা হওয়ার পরদিনই লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করেন। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পদক্ষেপ নেন স্পিকার। এরপর সুরাট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই গত ৩ এপ্রিল সুরাটের দায়রা আদালতে আবেদন করেন রাহুল গান্ধী। আদালতের বিচারক সেই আবেদন গ্রহণ করে রাহুল গান্ধীর জামিন বহাল রাখার নির্দেশ দেন। তবে রাহুলকে দোষী সাব্যস্ত করা রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়নি।
বৃহস্পতিবার মামলার পুনরায় শুনানি শুরু হলে আদালতের পক্ষ থেকে রাহুলের আবেদন খারিজ করে দেওয়া হয়। যদি সুরাটের দায়রা আদালত আজ রাহুল গান্ধীর আবেদনের ভিত্তিতে দোষী সাব্যস্ত করার রায়ে স্থগিতাদেশ বা ওই সাজা খারিজ করে দিতেন তবে কংগ্রেসের শীর্ষ এই নেতা নিজের সংসদ সদস্যের পদ ফিরে পেতে পারতেন। কিন্তু আদালত রাহুলের আবেদন খারিজ করে দেওয়ায় আপাতত সেই পদ ফিরে পাওয়ার কোনও সুযোগ থাকছে না।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্য নিহত, আহত ১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস