সুদানের রানওয়ে নিয়ে রোমহর্ষক বর্ণনা ভারতীয় পাইলটদের
২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫০ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৮ এএম

আলো ছাড়া অন্ধকার রাতে শুধুমাত্র নাইটভিশন চশমা পরে সুদানের এয়ারস্ট্রিপে বিমান অবতরণ এবং সেখান থেকে টেকঅফ করলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা। সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়াদী সাইয়িদনা থেকে ১২১ জন ভারতীয়কে উদ্ধার করতেই এই অপারেশন চালানো হয়।
সুদান থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে চালু হয়েছে ‘অপারেশন কাবেরী’। ভারতীয় বিমান বাহিনী ও নৌ বাহিনী এই অপারেশনে অংশ নিচ্ছে। নৌবাহিনী পোর্ট সুদান থেকে রণতরী করে ভারতীয়দের সুদান থেকে বের করে আনছে। এদিকে বিমান বাহিনীর পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে সি-১৩০জে বিমান।
এই বিমানে করেই গত ২৭ এপ্রিল মধ্যরাতে সুদান থেকে ১২১ জনকে নিয়ে টেকঅফ করে ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা। তবে যে এয়ারস্ট্রিপ থেকে তারা টেকঅফ করেছেন, তাতে না ছিল আলো, না ছিল অন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা। শুধু তাই নয়, রানওয়েতে ছিল খানাখন্দ। এরই মধ্যে শুধুমাত্র নাইটভিশন চশমা পরে কৌশলে সেই বিমানটি টেকঅফ করান বিমান বাহিনীর পাইলটরা। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই বিমান বাহিনীর পাইলটদের প্রশংসায় পঞ্চমুখ সব মহল।
জানা গেছে, সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়াদী সাইয়িদনা থেকে ১২১ জন ভারতীয়কে নিয়ে টেকঅফ করেছিল বিমান বাহিনীর সি-১৩০জে বিমান। এই এয়ারস্ট্রিপে কোনো আলোর ব্যবস্থা ছিল না। জ্বালানি নেওয়ার ব্যবস্থাও ছিল না। রানওয়ে পুরোপুরি মসৃণ ছিল না। তবে অদম্য সাহস ও দক্ষতার সঙ্গে নাইটভিশন চশমার সাহায্যে নিরাপদে বিমানটিকে ওড়ান বিমান বাহিনীর পাইলটরা। এর আগে সেই এয়ারস্ট্রিপে অবতরণের সময়ও সমস্যায় পড়তে হয়েছিল বিমানটিকে। আলো না থাকায় বিমানের অবতরণ খুবই বিপজ্জনক ছিল।
এ বিষয়ে বিমান বাহিনীর তরফে জানানো হয়, বিমানটি এয়ারস্ট্রিপের কাছাকাছি আসতেই ইনফ্রা রেড সেন্সর ব্যবহার করেন পাইলটরা। তা থেকেই তারা বুঝতে পারেন যে রানওয়েতে কোনো বাধা রয়েছে কিনা। টেকঅফের থেকে স্বভাবতই বিমানের অবতরণ বেশি বিপজ্জনক ও কঠিন ছিল এখানে।
এই অপারেশনের বিষয়ে আরও জানানো হয়, অবতরণের পর বিমানের ইঞ্জিন বন্ধ করা হয়নি। বিমান থেকে ৮ জন গার্ড বেরিয়ে ভারতীয়দের বিমানে উঠতে সাহায্য করেন এবং তাদের সামগ্রীও বিমানে তুলে দেন। এরপর ১২১ জনকে নিয়ে সেখান থেকে উড়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেয় বিমানটি। এই গোটা অপারেশনের জন্য আড়াই ঘণ্টা সময় লাগে। উদ্ধারকৃত ভারতীয়দের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন বলে জানিয়েছে বিমান বাহিনী।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে আফগানিস্তান থেকেও ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে একই ধরনের অপারেশন চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। এদিকে সুদান থেকে ১২তম ফ্লাইটে আরও ১৩৫ জন ভারতীয়কে সৌদি আরবে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। এখন পর্যন্ত মোট ২ হাজার ৪০০ জনকে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে উদ্ধার করেছে ভারতীয় সামরিক বাহিনী।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

আবু সাঈদের বিচার চেয়ে সরব থাকা শিক্ষক মাহমুদুল হক কারাগারে উত্তাল বেরোবি

পরমাণু ইস্যুতে রেড লাইন স্পষ্ট করল ইরান,আত্মমর্যাদায় আপস নয়

পিএসজিকে হারিয়ে অচেনা বতাফোগোর বিশাল চমক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

সউদীতে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

রোববার চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

৬০টি যুদ্ধবিমান দিয়ে রাতভর ইরানে বর্বরতা চালিয়েছে ইসরাইল

ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে: আইডিএফ

তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই- মোহাম্মদ আইয়ুব খান

ব্যালেস্টিক মিসাইল ছুড়ে যে ভয়ংকর বার্তা দিলেন কিম জং উন!

এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

মেসি ম্যাজিকে মায়ামির জয়

মুক্তির আগেই দাপুটে অবস্থানে ‘এমথ্রিগান ২.০’

ইন্দুরকানিতে কয়লা বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

টেকসই সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

আজ ঢাকার বাতাসের মান ‘সহনীয়’, বিশ্বে অবস্থান ৪৫

লালপুরে এনসিপির কমিটি ঘোষণা

ইরানের ‘লাল রেখা’ কী কী?