‘অপরাধী’ সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ইমরানকে আহ্বান পাকিস্তানের প্রেসিডেন্টের
১৯ মে ২০২৩, ১২:১৫ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ১২:১৫ পিএম
নিজের দলীয় সমর্থকদের নিন্দা করে কড়া ব্যবস্থা নিতে হবে ইমরান খানকে, এমনই বার্তা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। গত ৯ মে আদালত থেকে ইমরানের গ্রেপ্তারির পর দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআই সমর্থকরা। সেনার প্রধান দপ্তর থেকে শুরু করে নানা জায়গায় পিটিআই সমর্থকদের রোষের মুখে পড়ে পাকিস্তানের সেনার নানা দপ্তর। সেই ঘটনার জেরেই দলীয় কর্মীদের নিন্দা করতে হবে ইমরানকে, দাবি আলভির। অন্যদিকে শোনা গিয়েছে, শুক্রবারেই ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে পারে লাহোর পুলিশ।
বৃহস্পতিবার একটি সাক্ষাৎকার দেন পাক প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, ‘সেনার দপ্তর, সরকারি সম্পত্তির উপর আক্রমণের শুধু নিন্দা করলেই চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে হবে। এহেন অশোভন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, সেটাও নিশ্চিত করতে হবে।’ বক্তব্যের সময়ে ইমরানের নাম না করলেও পাকিস্তানের প্রেসিডেন্ট যে সাবেক প্রধানমন্ত্রীকেই নিশানা করছেন, তা স্পষ্ট। ৯ মের ঘটনার পরে ইমরানের দলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দেয়ার দাবি করেছিল পাকিস্তানের সরকার।
গত ৯ মের ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও দাবি তুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই পিটিআই সমর্থকদেরকে সামরিক আইন অনুযায়ী বিচারের ডাক দিয়েছে সরকারপন্থীরা। তবে সেই পথে হাঁটতে চাইছেন না আলভি। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশব্যাপী সহিংসতার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে অভিযুক্তদের মানবাধিকারের কথাও মাথায় রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’ প্রসঙ্গত, পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে ইমরানের গ্রেপ্তারির পর দেশজুড়ে পিটিআই সমর্থকরা যেভাবে বিক্ষোভ শুরু করেছিলেন, তার নিন্দা করেছেন ইমরান-সহ দলীয় নেতৃত্ব। তবে পাকিস্তান সরকার অভিযোগ করে, ওই দিনের ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ইমরান। এমনকি অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিতে ইমরানকে সময়সীমাও বেঁধে দেয় সরকার। যদিও সেই দাবি একেবারে উড়িয়ে দেন সাবেক প্রধানমন্ত্রী। সূত্র: টাইমস নাউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে