ভারতে ৭০ বছর পর জন্ম নেওয়া ৪ চিতাশাবকের তিনটিই মারা গেল
২৬ মে ২০২৩, ০৩:৩৮ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৩:৩৮ পিএম

ভারতে ৭০ বছর পর গত মার্চে চারটি চিতাশাবকের জন্ম বেশ আলোড়ন ফেলেছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে জন্মের মাত্র দুই মাসের মধ্যেই চার চিতাশাবকের তিনটিই মারা গেল। দেশটির মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা একটি মাদী চিতা ওই শাবকগুলোর জন্ম দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৫ মে) মৃত্যু হয় দুটি চিতাশাবকের। এর আগে মঙ্গলবার (২৩ মে) সেখানে একটি শাবক মারা যায়। সেদিনও চারটি শাবককে দেখা গিয়েছিল একসঙ্গে।
ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২৩ মে চিতাশাবকের মৃত্যুর পর পর্যবেক্ষণ দল মা চিতা ও তার বাকি তিনটি শাবকের গতিবিধির ওপর নজর রেখেছিল। তিনটি শাবকের অবস্থা ভালো না দেখে চিকিৎসার জন্য উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বন্যপ্রাণী চিকিৎসক দলের তত্ত্বাবধানে রাখা হয় শাবকদের।
তবে দিনের তাপমাত্রা তখন প্রায় ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তাই যথাযথ চিকিৎসা সত্ত্বেও দুটি শাবককে বাঁচানো যায়নি। চতুর্থ শাবকটির অবস্থা স্থিতিশীল থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
গত বছরের সেপ্টেম্বরে কুনোতে আটটি নামিবিয়ান চিতা এনে ছেড়ে দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারিতে আবার দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও ১২টি চিতা। তবে আফ্রিকা থেকে ভারতে আনা মোট ২০টি চিতার মধ্যে ১৭টি এখন বেঁচে আছে।
বিশ্বের স্থলভাগের দ্রুততম প্রাণী চিতা। ১৯৫২ সালে ভারতে এই প্রাণীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্বের ৭ হাজার চিতার অধিকাংশই আফ্রিকায় পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানায়। আর এশীয় চিতা বর্তমানে গুরুতরভাবে বিপন্ন। কেবল ইরানে পাওয়া যায় এই চিতা। সেই সংখ্যাও খুব বেশি নয়। ইরানে মাত্র ৫০টি এশীয় চিতা রয়েছে বলে ধারণা করা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

ডোনেৎস্কে ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস, ২৬০ সেনা নিহত

কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন কি যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে?

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা!

পাল্টা-আক্রমণে ‘প্রস্তুত’ ইউক্রেন

ইমরানের দলের প্রধান হবেন শাহ মেহমুদ কুরেশি

‘কট্টরপন্থী বাংলাদেশী’দের ভিড়, হিন্দুরা ছাড়ছে পশ্চিমবঙ্গ! বিতর্কিত ‘ওয়েস্ট বেঙ্গল ডায়েরি’

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা ও দুই সন্তানসহ দগ্ধ ৪

সাফল্য ও অগ্রগতির দেড়যুগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা জানালেন মিথিলা

এক মাদ্রাসা থেকে দশ লাখ হাফেজ

‘আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, যদি শুনি নৌকা হেরে গেছে'

বহু অপকর্মের মুলহোতা প্রতারক আলীকে অবশেষে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার

মাত্র দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

তুষারধসে পাকিস্তানে ১০ জনের প্রাণহানি

নভেম্বর থেকে ৯ সেতু ও ২ মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক

আবারো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সউদী সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ