চীনের ‘সালামি স্লাইসিং’ নীতিতে উদ্বিগ্ন ভারত
২৬ মে ২০২৩, ০৪:৫৬ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৪:৫৬ পিএম

‘বন্দুকের নলই ক্ষমতার উৎস।’ মাওয়ের দর্শন মেনেই ভারতের সীমান্তে বারবার আগ্রাসী হয়েছে চীন। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিতর্কিত ভূখণ্ডে দু’পা এগিয়ে এক পা পিছিয়ে যাওয়ার ‘সালামি স্লাইসিং’ নীতি নিয়েছে লালফৌজ। এমন পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রাম বানাচ্ছে কমিউনিস্ট দেশটি।
সূত্রের খবর, উত্তরাখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১১ কিলোমিটার দূরে গ্রাম বানাচ্ছে চীন। ওই গ্রামে প্রায় ২৫০টি বাড়ি তৈরি করা হচ্ছে বলে খবর। এলএসি থেকে ৩৫ কিমি দূরে আরও আন্তত ৫০টি বাড়ি তৈরি করছে তারা। এই বিতর্কিত ভূখণ্ডে নির্মাণের কাজ চলছে পিপসল লিবারেশন আর্মি বা লালফৌজের নজরদারিতে। এছাড়া, গোটা ইস্টার্ন সেক্টর অর্থাৎ লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৪০০টি গ্রাম বানানোর পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। বলে রাখা ভাল, চীনের সঙ্গে ৩৫০ কিমি সীমান্ত ভাগ করে উত্তরাখণ্ড। তবে জীবিকার সন্ধানে পাথুরে গ্রামগুলি থেকে অনেকেই দেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেয়।
উল্লেখ্য, ২০১৭ সাল নাগাদ ভারত-ভূটান-চীন সংযোগে ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যে একপ্রস্থ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই এলাকায় সড়ক বানাতে চাইছিল চীনা সেনা। তবে গতবছর স্যাটেলাইট সূত্রে পাওয়া ছবিতে দেখা যায় যে ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে একটি আস্ত গ্রাম তৈরি করেছে চীন। এদিকে ভারতের সঙ্গে নিয়ন্ত্রণরেখা বরাবর সড়ক বানাচ্ছে ড্রাগন। সীমান্তে শান্তি ফেরাতে দফায়-দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে। এর মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল দাবি করেছিল, উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশে ধীরে ধীরে থাবা বসাচ্ছে লালফৌজ। এই বছরের জানুয়ারি মাসে রাজ্যের উত্তর সুবনসিরি জেলায় চীনা অনুপ্রবেশের অভিযোগ করা হয়েছিল। ওই টেলিভিশন চ্যানেল তাদের রিপোর্টে দাবি করেছিল, ভারতীয় ভূখণ্ডের চার কিলোমিটার ভিতরে ঢুকে এসে তাসরি চু নদীর তীরে গ্রাম তৈরি করেছে চীন।
সেই সময় প্রকাশিত এক উপগ্রহ চিত্রকে প্রকাশ্যে এনে, ওই চ্যানেল দাবি করেছিল ওই এলাকায় ১০০-র বেশি বাড়ি তৈরি করেছে চীনের সেনা। এই খবরের সত্যতা স্বীকার করেছিলেন অরুণাচলের বিজেপি সাংসদও। পরবর্তী সময় লোকসভার অধিবেশনে এই ব্যাপারে তিনি প্রতিবাদও জানিয়েছিলেন। সূত্র: টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন কি যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে?

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা!

পাল্টা-আক্রমণে ‘প্রস্তুত’ ইউক্রেন

ইমরানের দলের প্রধান হবেন শাহ মেহমুদ কুরেশি

‘কট্টরপন্থী বাংলাদেশী’দের ভিড়, হিন্দুরা ছাড়ছে পশ্চিমবঙ্গ! বিতর্কিত ‘ওয়েস্ট বেঙ্গল ডায়েরি’

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা ও দুই সন্তানসহ দগ্ধ ৪

সাফল্য ও অগ্রগতির দেড়যুগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা জানালেন মিথিলা

এক মাদ্রাসা থেকে দশ লাখ হাফেজ

‘আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, যদি শুনি নৌকা হেরে গেছে'

বহু অপকর্মের মুলহোতা প্রতারক আলীকে অবশেষে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার

মাত্র দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

তুষারধসে পাকিস্তানে ১০ জনের প্রাণহানি

নভেম্বর থেকে ৯ সেতু ও ২ মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক

আবারো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সউদী সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের মনিপুরে সহিংসতা থামছে না, চলছে সেনা অভিযান

ভারতের মনিপুরে সহিংসতা থামছে না, চলছে সেনা অভিযান

আল্লামা ইকবালকে সিলেবাস থেকে বাদ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়