নতুন সংসদ ভবনের দেয়ালে খচিত ‘অখণ্ড ভারতের’ মানচিত্র
৩০ মে ২০২৩, ০৯:২২ এএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৯:২২ এএম
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা মাঝে মাঝেই বিতর্ক উসকে দিয়ে ‘অখণ্ড ভারতের’ আওয়াজ তুলে থাকেন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের গলাতেও শোনা যায় সেই সুর। আর এবার সরাসরি ভারতের সংসদেই স্থান পেল ‘অখণ্ড ভারত’-এর ধারণা।
রোববারই (২৮ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয় ভারতের নতুন সংসদ ভবনের। সেই সংসদ ভবনেরই দেয়ালে খচিত রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র। সেই মানচিত্রের ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট বার্তায় কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী লেখেন, ‘অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট।’
এদিকে, এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকেও। সেখানে ক্যাপশনে লেখা, ‘এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক।’
উল্লেখ্য, নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথমে সংসদের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহের ‘হিংস্র’ মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেই বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে আদালত জানিয়ে দেয়, নতুন সংসদ ভবনের মাথায় বসানো সিংহ আইনবিরুদ্ধ নয়। এরপর সংসদ ভবনের উদ্বোধন নিয়েও কম বিতর্ক হয়নি।
উদ্বোধনের আগেই কংগ্রেসসহ ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। তাদের অভিযোগ ছিল, রাষ্ট্রপতির বদলে কেন প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছেন।
এদিকে সেঙ্গল প্রতিষ্ঠা এবং সেই রাজদণ্ডের ইতিহাস নিয়েও কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব বাঁধে। পরে উদ্বোধন অনুষ্ঠানের রীতি নিয়ে প্রশ্ন তোলেন শরদ পাওয়ার ও আসাদউদ্দিন ওয়াইসির মতো প্রবীণ সংসদ সদস্যরা।
এদিকে, রোববার নতুন সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় বক্তৃতা রাখার সময় মোদি বলেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছি আমরা। এই অমৃতকালে ভারতের জনগণ দেশের গণতন্ত্রকে এই সংসদ ভবন উপহার দিয়েছেন। স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হবে এই নতুন সংসদ ভবন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বেশ কয়েক বছরের বিদেশী শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছিল। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পেছনে ফেলে এসেছে।’
তিনি বলেন, ‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের দেশ এবং এর জনগণের উন্নয়নই আমাদের অনুপ্রেরণা। আজ এই নতুন সংসদের নির্মাণে আমরা গর্বিত। আবার গত ৯ বছরে দেশের ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি টয়লেট নির্মাণের কথা ভাবলেও আমি অপরিসীম তৃপ্তি পাই।’
এদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে মোদি বলেন, ‘নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামী সময়ে সংসদ সদস্যদের সংখ্যা বাড়বে। সেটাও দেখতে হবে আমাদের। সেজন্য এখনই নতুন সংসদ তৈরি করতে হতো।’
অখণ্ড ভারত বা অখণ্ড হিন্দুস্তান হলো ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের ধারণার একটি শব্দ। এটি দাবি করে যে আধুনিক যুগের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা হলো একটিই রাষ্ট্র।
তাই অখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন এই দেশগুলোকে পুনরায় যুক্ত করে অবিভক্ত অখণ্ড ভারতকে পুনরায় একত্রিত করাই অখণ্ড ভারতের উদ্দেশ্য।
সূত্র : হিন্দুস্তান টাইমস, উইকিপিডিয়া ও অন্যান্য
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা