মণিপুরে ফের সহিংসতা, ৭ জনের লাশ উদ্ধার
০৪ জুন ২০২৩, ০৮:১৬ এএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০৮:১৬ এএম
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে আবার সহিংসতা দেখা দিয়েছে। অভিযোগ পাওয়া গেছে যে কুকিরা ফের গুলি চালিয়েছে, বোমা ছুঁড়েছে। মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলায় দুটি গ্রামের ঘটনা। শনিবার এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাংচুপ ও ফায়েং গ্রামে এই সহিংসতার ঘটনা হয়েছে বলে খবর। এই ঘটনায় অন্তত ১৫ জন জখম হয়েছেন।
পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে প্রায় চার ঘণ্টা ধরে গুলি চলে। রাজ্য পুলিশ ও মণিপুর রাইফেলসের জওয়ানরা এলাকায় গিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন।
এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ১৫ জন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ইম্ফলের একটি সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মণিপুরে সহিংসতার জেরে সব মিলিয়ে ৯৮ জন সম্প্রতি প্রাণ হারিয়েছিলেন। ৩১০ জন আহত হয়েছিলেন বলে খবর।
এদিকে গত ৩ মে থেকে মণিপুরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এর জেরে অন্তত হাজার মানুষ ঘরছাড়া হয়ে যান। মৈতেয়ী ও কুকি জোমি উপজাতিদের অনেক বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ।
এদিকে একাধিক ইস্যুতে এই সহিংসতা হয়েছে বলে অভিযোগ। সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে উচ্ছেদ, পাহাড়ে পোস্ত চাষ বন্ধ করা, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিবাদে ও মৈতেয়ীদের সিডিউলড ট্রাইব মর্যাদা দেয়ার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল।
শনিবার ইম্ফল পূর্ব জেলা ও ইম্ফল পশ্চিম জেলায় ১২ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে। এদিন দেখা যায় এই কার্ফু শিথিল করার সময় বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। মূলত বাজারগুলোতে কিছুটা ভিড় ছিল এদিন। মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তাড়াহুড়ো ছিল চোখে পড়ার মতো।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক