কানাডায় ইন্দিরা গান্ধীর হত্যার দৃশ্য ভারতের সঙ্গে সম্পর্কের জন্য ক্ষতিকারক!
০৯ জুন ২০২৩, ১০:৩০ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০২ এএম
কানাডার রাস্তায় ইন্দিরা হত্যার দৃশ্য সম্বলিত বের হওয়া একটি ট্যাবলো মিছিলের কড়া নিন্দা করল ভারত। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ করে কানাডা সরকারকে নিশানা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও। ঘটনার নিন্দা করা হয়েছে দলের তরফে। মিছিলের ছয় সেকেন্ডের একটি ক্লিপ সোশাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। পোস্ট করেছেন বলরাজ দেওল নামে এক ব্যক্তি। গত ৪ জুন ইন্দিরা হত্যার দৃশ্য সম্বলিত ট্যাবলোটি বের হয়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করে ট্যাবলোটি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখা যাচ্ছ, সাদা শাড়ি পরা একটি ইন্দিরার মূর্তি। শাড়ির গা নকল রক্তে ভেসে যাচ্ছে।
পাগড়ি পরা দুই রক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে মূর্তির শরীর। আর সেই মূর্তিটি মাথায় হাত তুলে দাঁড়িয়ে আছে। আর মূর্তির পিছনে লেখা আছে ‘প্রতিশোধ’ শব্দটি। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর পিছনে ভোট ব্যাংকের রাজনীতি থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে এই ধরনের মিছিলের অনুমতি দিয়ে কানাডা সরকার বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়েছে বলে মনে করছেন। এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলে মনে করছেন তিনি। কানাডা সরকারকেও এর ফল ভুগতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়শঙ্কর।
ঘটনার নিন্দা করে জয়শঙ্করের সুরে সুর মিলিয়েছে কংগ্রেসেও। ভারত সরকারের তরফে একটি প্রতিবাদপত্র কানাডা সরকারের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে শতাব্দীপ্রাচীন দল। ট্যাবলো নিয়ে যারা মিছিল করেছে, তারা খালিস্তানীপন্থী বলে দাবি করা হয়েছে। রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মিলিন্দ দেওড়া ট্যাবলো নিয়ে মিছিলের একটি ছবি সোশাল মিডিয়ায় করেছেন পোস্ট। তিনি লেখন, ‘ইন্দিরা হত্যা একটা দেশের কাছে যন্ত্রণার ইতিহাস। সেই যন্ত্রণা গোটা দেশ অনুভব করেছিল। বিশ্বের সমস্ত দেশের এই মিছিলের বিরুদ্ধে নিন্দা করা উচিত।’
ঘটনার নিন্দা করে সরব হয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। ঘৃণ্য এই ঘটনার ব্যাপারে কানাডা সরকারের সঙ্গে ভারতের কথা বলা উচিত বলে মনে করছেন তিনি। এদিকে, বৃহস্পতিবার ঘটনার নিন্দা করেছেন ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ক্যামেরুন ম্যাকে। কানাডায় ইন্দিরা হত্যার মিছিল নিয়ে আতঙ্ক প্রকাশ করেন তিনি। এই ধরনের যে কোনও চেষ্টায় কানাডা সরকারের কোনও সমর্থন নেই বলে দাবি করেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ জুন অমৃসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেনা অভিযানে ৮৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনার ৩৯ তম বর্ষপূর্তিতে গত ৪ জুন কানাডায় ট্যাবলো মিছিলটি বের করা হয়েছিল।
সূত্র : এই সময়
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত