মে মাসে চীনে যুব বেকারত্বের হার রেকর্ড ২০.৮%
১৭ জুন ২০২৩, ০২:৫৫ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ০২:৫৫ পিএম
কোভিড পরর্ব্তী চীনে শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে দেশটিতে যুব বেকারত্বের হার টানা দ্বিতীয় মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার চীন তার বেশ কয়েকটি দুর্বল অর্থনৈতিক সূচকের প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়, সেখানে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার বেড়ে জুন মাসে ২০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে, এপ্রিলে যা ছিল ২০ দশমিক ৪ শতাংশ।
এছাড়া দেশটির সামগ্রিক শহুরে বেকারত্ব ৫ দশমিক ২ শতাংশ রয়ে গেছে বলে জানিয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো।
চীনে শিল্প উৎপাদন মে মাসে বেড়ে ৩ দশমিক ৫ শতাংশ হয়েছে। যদিও এক মাসে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। কোভিড পরবর্তীতে কারখানগুলো ধীরে ধীরে উৎপাদনের পূর্ণ ক্ষমতায় ফিরছে। খুচরা বিক্রয় বছরের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ হয়েছে, যদিও এক মাসে আগে সেটি ছিল ১৮ দশমিক ৪ শতাংশ।
প্রায় শূন্যের কাছাকাছি মুদ্রাস্ফীতি সত্ত্বেও চীনের দুর্বল অভ্যন্তরীণ চাহিদা কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারকে আটকে রেখেছে। এসব বিষয়ে পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ঝিওয়েই ঝাং বলেন, এখন পর্যন্ত যেসব ডেটা পাওয়া গেছে, সেগুলো দেখাচ্ছে যে চীনের অর্থনৈতিক গতি দুর্বল হচ্ছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও