টাইটান অনুসন্ধানে সময় ২২ ঘণ্টারও কম! আশা শুধু একটি ‘ঠুং-ঠাং’ শব্দে
২১ জুন ২০২৩, ০৫:১৬ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ০৫:১৬ পিএম

শতাধিক বছর আগে আটলান্টিকে সলিল সমাধি ঘটা ঐতিহাসিক টাইটানিক জাহাজের ভগ্নাবশেষ দেখলে গিয়ে বিপত্তি ঘটে। আস্ত সাবমেরিনই নিখোঁজ হয়ে যায়। ১৮ জুন নিখোঁজ হওয়ার পর মাত্র ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত ছিল। আর ২২ ঘণ্টাও বাকি নেই। মেলেনি খোঁজ। আশা জাগাচ্ছে শুধু একটি ‘শব্দ’।
টাইটান নামের ওই সাবমেরিন নিখোঁজ হওয়ার পর উদ্ধারকার্যে নেমেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও কানাডার একটি উদ্ধারকারী বাহিনী। অবিযানে নেমেছে ফ্রান্সের ডুবোজাহাজও। কিন্তু এখনও স্ট্রং কোনো সূত্র মেলেনি উদ্ধারকারীদের কাছে। শুধু ব্যাঙ্গিং শব্দই একমাত্র ‘ক্লু’। সময় দ্রুত কমে আসছে। উদ্ধারকারী দলের কাছে মস্তবড়ো চ্যালেঞ্জের হয়ে উঠেছে টাইটানের খোঁজ পাওয়া। পাঁচ পর্যটককে নিয়ে ছোটো সাবমেরিন বা সাবমার্সিবলটি আটলান্টিকের অতল তলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। উদ্ধারকারীরা প্রাথমিকভাবে অনুমান করছে সমুদ্রের প্রায় ১২ হাজার ফুট নীচে অর্থাৎ সাড়ে তিন হাজার মিটারেরও নীচে আটকে রয়েছে সাবমেরিনটি।
রোববার সকালে পৌনে দশটা নাগাদ সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকে তিনদিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কোনো খোঁজ মেলেনি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি জীবিত রয়েছেন পাইলট-সহ পর্যটকরা। তবে আশাল বাণী শুনিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা আটকে থাকা সাবমেরিনে প্রাণের স্পন্দন পেয়েছেন বলে জানতে পেরেছেন। প্রায় ৩০ মিনিট অন্তর একটি শব্দ পাওয়া যাচ্ছে। সেই শব্দই এখন একমাত্র সোর্স উদ্ধারকারীদের। জানা গিয়েছে সমুদ্রের তলদেশে ঘুটঘুটে অন্ধকার আর কনকনে শীতের মধ্যে চলছে অনুসন্ধান প্রক্রিয়া।
প্রসঙ্গেত উল্লেখ্য, ওশানগেট নামক একটি সংস্থা ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে। সেই উদ্দেশে রোববার যাত্রা করেন পাঁচজন। পাইলট ও চার পর্যটকেক সেই অভিযান নামার পৌনে দু-ঘন্টা পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সাবমেরিনে আটকে থাকা পাঁচজনকে কীভাবে উদ্ধার করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। সাবমেরিনটির অনুসন্ধানের সময় আটলান্টিক মহাসাগরে পানির নীচে সোনার নামক ডিভাইস দ্বারা একটি শব্দ শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। প্রায় ৩০ মিনিট অন্তর আসা ঠুং শব্দ ধরেই চলছে উদ্ধারকার্য।
পানির নীচে শব্দ শোনার জন্য সোনার ডিভাইস ইনস্টল করা হয়েছিল। এমনকি অতিরিক্ত সোনার ইনস্টল করার পরেই ধাক্কাধাক্কি শোনা যাচ্ছিল। তবে এটি কখন বা কতক্ষণ শোনা গিয়েছিল তা স্পষ্ট নয়। কানাডিয়ান পি-৮ বিমান প্রতি ৩০ মিনিটে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। মঙ্গলবার রাতে আরেকটি আপডেটে বলা হয়েছে, আরও শব্দ শোনা গেছে। উদ্ধার করতে পানির নীচে রোবোটিক অনুসন্ধান অভিযানও চলছে। শব্দের উৎস অনুসন্ধানের প্রয়াসও চলছে। এখন কত তাড়াতাড়ি সেই উৎস সন্ধান করতে পারেন উদ্ধারকারীরা তার উপরই নির্ভর করবে পর্যটকদের জীবন। সূত্র: সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বীমা খাতে ব্যতিক্রম কাজিম উদ্দিন, ন্যাশনাল লাইফের নানা অর্জন

কাল বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম শাহাদতবার্ষিকী

কুষ্টিয়ার দৌলতপুরে ডেভিল হান্ট অপারেশনে ইউপি সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

শেরপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে এনসিপির বিক্ষোভ

মতলবে দুটি পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যু

ছোট ভাইয়ের খুনি বড় ভাইকে ধরলো পুলিশ !

ভারতীয় মদসহ সিলেটে এক ব্যক্তিকে আটক করলো জৈন্তাপুর থানা পুলিশ

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী গণজাগরণের বহিঃপ্রকাশ ঘটবে কাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

চীনের সঙ্গে লড়বে ভারত! দাপুটে সেনার ভূমিকায় সালমান!

মোদির 'ফলস ফ্লাগ নাটক' সুপার ফ্লপ: ব্যর্থ বৈশ্বিক সমর্থন আদায়ে

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

নির্বাচন নিয়ে বিএনপির আরো সচেতন হওয়া উচিত

করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসতে হবে

ভিক্টরি ডে’সহ ছুটির দিনগুলোর নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের

হজযাত্রীদের ভোগান্তি লাঘবে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ

ভারত-পাকিস্তান উত্তেজনায় আজাদ কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ

মার্কিন সংবাদমাধ্যম ‘এনপিআর’ ও ‘পিবিএস’র সরকারি অর্থায়ন বন্ধ

ভারতে পাকিস্তানের পতাকা টাঙানোর অভিযোগে দুই হিন্দুত্ববাদী গ্রেফতার