টাইটান অনুসন্ধানে সময় ২২ ঘণ্টারও কম! আশা শুধু একটি ‘ঠুং-ঠাং’ শব্দে
২১ জুন ২০২৩, ০৫:১৬ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
শতাধিক বছর আগে আটলান্টিকে সলিল সমাধি ঘটা ঐতিহাসিক টাইটানিক জাহাজের ভগ্নাবশেষ দেখলে গিয়ে বিপত্তি ঘটে। আস্ত সাবমেরিনই নিখোঁজ হয়ে যায়। ১৮ জুন নিখোঁজ হওয়ার পর মাত্র ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত ছিল। আর ২২ ঘণ্টাও বাকি নেই। মেলেনি খোঁজ। আশা জাগাচ্ছে শুধু একটি ‘শব্দ’।
টাইটান নামের ওই সাবমেরিন নিখোঁজ হওয়ার পর উদ্ধারকার্যে নেমেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও কানাডার একটি উদ্ধারকারী বাহিনী। অবিযানে নেমেছে ফ্রান্সের ডুবোজাহাজও। কিন্তু এখনও স্ট্রং কোনো সূত্র মেলেনি উদ্ধারকারীদের কাছে। শুধু ব্যাঙ্গিং শব্দই একমাত্র ‘ক্লু’। সময় দ্রুত কমে আসছে। উদ্ধারকারী দলের কাছে মস্তবড়ো চ্যালেঞ্জের হয়ে উঠেছে টাইটানের খোঁজ পাওয়া। পাঁচ পর্যটককে নিয়ে ছোটো সাবমেরিন বা সাবমার্সিবলটি আটলান্টিকের অতল তলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। উদ্ধারকারীরা প্রাথমিকভাবে অনুমান করছে সমুদ্রের প্রায় ১২ হাজার ফুট নীচে অর্থাৎ সাড়ে তিন হাজার মিটারেরও নীচে আটকে রয়েছে সাবমেরিনটি।
রোববার সকালে পৌনে দশটা নাগাদ সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকে তিনদিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কোনো খোঁজ মেলেনি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি জীবিত রয়েছেন পাইলট-সহ পর্যটকরা। তবে আশাল বাণী শুনিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা আটকে থাকা সাবমেরিনে প্রাণের স্পন্দন পেয়েছেন বলে জানতে পেরেছেন। প্রায় ৩০ মিনিট অন্তর একটি শব্দ পাওয়া যাচ্ছে। সেই শব্দই এখন একমাত্র সোর্স উদ্ধারকারীদের। জানা গিয়েছে সমুদ্রের তলদেশে ঘুটঘুটে অন্ধকার আর কনকনে শীতের মধ্যে চলছে অনুসন্ধান প্রক্রিয়া।
প্রসঙ্গেত উল্লেখ্য, ওশানগেট নামক একটি সংস্থা ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে। সেই উদ্দেশে রোববার যাত্রা করেন পাঁচজন। পাইলট ও চার পর্যটকেক সেই অভিযান নামার পৌনে দু-ঘন্টা পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সাবমেরিনে আটকে থাকা পাঁচজনকে কীভাবে উদ্ধার করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। সাবমেরিনটির অনুসন্ধানের সময় আটলান্টিক মহাসাগরে পানির নীচে সোনার নামক ডিভাইস দ্বারা একটি শব্দ শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। প্রায় ৩০ মিনিট অন্তর আসা ঠুং শব্দ ধরেই চলছে উদ্ধারকার্য।
পানির নীচে শব্দ শোনার জন্য সোনার ডিভাইস ইনস্টল করা হয়েছিল। এমনকি অতিরিক্ত সোনার ইনস্টল করার পরেই ধাক্কাধাক্কি শোনা যাচ্ছিল। তবে এটি কখন বা কতক্ষণ শোনা গিয়েছিল তা স্পষ্ট নয়। কানাডিয়ান পি-৮ বিমান প্রতি ৩০ মিনিটে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। মঙ্গলবার রাতে আরেকটি আপডেটে বলা হয়েছে, আরও শব্দ শোনা গেছে। উদ্ধার করতে পানির নীচে রোবোটিক অনুসন্ধান অভিযানও চলছে। শব্দের উৎস অনুসন্ধানের প্রয়াসও চলছে। এখন কত তাড়াতাড়ি সেই উৎস সন্ধান করতে পারেন উদ্ধারকারীরা তার উপরই নির্ভর করবে পর্যটকদের জীবন। সূত্র: সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অবারও এমবাপের পেনাল্টি মিস, হেরে রিয়ালের সুযোগ হাতছাড়া
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগীর গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার
যুদ্ধ কি সত্যিই কখনও থামে? মুক্তি কি আদতেই ঘটে জীবনের?
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি