ফ্রান্সজুড়ে বিক্ষোভ : দাঙ্গা-সহিংসতা বন্ধ করতে বললেন নিহত সেই কিশোরের দাদি
০৩ জুলাই ২০২৩, ১০:০৩ এএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১০:০৩ এএম
ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনায় পশ্চিম ইউরোপের এই দেশটি জুড়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। একইসঙ্গে চলছে দাঙ্গা ও সহিংসতা। এই পরিস্থিতিতে দেশে দাঙ্গা-সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেল এমের দাদি।
তিনি বলেছেন, নাহেলকে হত্যার ঘটনায় দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তার অবসান ঘটাতে হবে। সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেলকে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে এবং এই পরিস্থিতিতে বিক্ষোভ-সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত কিশোর নাহেল এমের দাদি।
গত মঙ্গলবার ফ্রান্সের নানতেরেতে গাড়ির ভেতর নাহেল এম নামের ১৭ বছর বয়সী ওই কিশোরকে গুলি করেন এক পুলিশ সদস্য। এতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এমনকি রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করেন। এছাড়া বিভিন্ন দোকানে লুটেপাটের ঘটনাও ঘটে।
সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে নানতেরেতে। এখানেই নাহেল এমকে গুলি করে হত্যা করা হয়। এমনকি বিক্ষোভের ৫ম দিনে রাজধানী প্যারিসের এক মেয়রের বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এছাড়া ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফ্রান্সজুড়ে গ্রেপ্তার হয়েছেন শত শত মানুষ।
এই পরিস্থিতিতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ১৭ বছর বয়সী কিশোর নাহেল এম-এর দাদি। ফরাসি মিডিয়ায় নাদিয়া নামে চিহ্নিত করা ওই নারী রোববার বিএফএমটিভিকে বলেছেন, ‘যারা এই মুহূর্তে আইন ভাঙছেন, ভাঙচুর চালাচ্ছেন, আমি তাদের বলছি: এটা বন্ধ করুন।’
তিনি আরও বলেন, ‘তারা (দাঙ্গা-সহিংসতার কাজে) নাহেলকে কেবল একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে।’
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল। ফলে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে এমন অনেক আলজেরীয় বসবাস করছেন- যারা গত ৩ কিংবা ৪ প্রজন্ম ধরে ফ্রান্সে বসবাস করছেন। ফ্রান্সের জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিনেদিন ইয়াজিদ জিদানও একজন আলজেরীয় বংশোদ্ভূত ফ্রেঞ্চ।
তবে আলজেরীয় বংশোদ্ভূতদের অভিযোগ- ফ্রান্সের সরকার তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে এবং ফ্রান্সের মূল সমাজ সংস্কৃতি কখনও তাদেরকে মূল ফরাসি নাগরিকদের সম্মান দেবে না।
বিভিন্ন ইস্যুতে তাদের এই বিক্ষোভ প্রকাশিত হয়। নাহেলের মৃত্যুর পর আরও একবার তা প্রবলভাবে বেরিয়ে এসেছে।
আল জাজিরা বলছে, উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি এই কিশোরকে গুলি করে হত্যার দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে, আর এটিই পুলিশি সহিংসতা এবং বর্ণবাদ সম্পর্কে আলজেরীয় বংশোদ্ভূতদের দীর্ঘস্থায়ী অভিযোগগুলোকে পুনরুজ্জীবিত করেছে।
গত শনিবার নিহত কিশোরকে দাফন করার সময় পরিবারের প্রতি তাদের সমর্থন জানাতে কয়েক শতাধিক মানুষ প্যারিসের শহরতলিতে নানতেরের গ্র্যান্ড মসজিদে সমাবেশ করে। পরে টানা পঞ্চম রাতের মতো দাঙ্গাকারীরা দোকানপাটে হামলা ও ভাংচুর করে।
এসময় বিক্ষোভকারীরা গাড়ি ও বাস পুড়িয়ে দেয় এবং ফ্রান্সজুড়ে মোতায়েন করা ৪৫ হাজার পুলিশ সদস্যের সাথে হিংসাত্মক সংঘর্ষে লিপ্ত হয়।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, ২০১৭ সাল থেকে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে যতজন নিহত হয়েছে তার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ বা আরব। আর এ বছর ফ্রান্সে ট্রাফিক স্টপে পুলিশের গুলিতে মৃত্যুর এটা দ্বিতীয় ঘটনা। এর আগে গত বছর ফ্রান্সে এভাবে রেকর্ডসংখ্যক মোট ১৩ জনের মৃত্যু হয়েছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল