ভারতে বিরোধী ঐক্যে ধাক্কা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৩ জুলাই ২০২৩, ০২:২২ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ০২:২২ পিএম

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’– শুধু বিজেপি নয়। লোকসভা ভোটে দিল্লিতে আম আদমি পার্টির ক্ষেত্রেও একই অবস্থান নিল প্রদেশ কংগ্রেস। শনিবার এমনই প্রস্তাব নিল দিল্লি প্রদেশ কংগ্রেস। এর ফলে লোকসভা ভোটের আগে বিরোধী দলগুলির একমঞ্চে আসার উদ্যোগ ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ভোটের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। কিন্তু কেবল দিল্লি নয়। দিল্লি, কেরল-সহ বেশ কয়েকটি রাজে্য রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই জোট শরিকরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, দিল্লি প্রদেশ কংগ্রেসের বৈঠকে মূলত দু’টি প্রস্তাব পাশ করানো হয়। প্রথমত, রাহুল গান্ধী সহিংসতার রাজনীতির বিরুদ্ধে যে ভালবাসার বার্তা দিচ্ছেন তা ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয়ত, লোকসভা ভোটকে পাখির চোখ করে বাড়ি বাড়ি প্রচারের কাজ সংগঠিত করতে নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পাশাপাশি আপের বিরুদ্ধেও লড়াই করবে কংগ্রেস। দ্বিতীয় সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, দিল্লির সাতটি লোকসভা আসনে আপের সঙ্গে কোনও বোঝাপড়ায় যাবে না শতাব্দীপ্রাচিন দল। দিল্লিতে কংগ্রেস এবং আপের সম্পর্ক সর্বজনবিধিত। আপের জন্মলগ্ন থেকেই কংগ্রেসের সঙ্গে লড়াই সকলের জানা। এখনও কংগ্রেসের একাংশ মনে করে আপের জন্ম হয় রাজনৈতিকভাবে কংগ্রেসকে কোণঠাসা করতে। তিক্ততা আরও বাড়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে পাঞ্জাবের দখল নেয় কেজরিওয়ালের দল।

গত ২৩ জুন পটনায় বিরোধীদের বৈঠকেও দুই দলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। দিল্লির অর্ডিন্যান্স বিতর্কে কংগ্রেসের সমর্থন চেয়ে তদ্বির করা হলেও হাত শিবিরের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি বলে অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ। বিরোধী জোট গঠনের কাজ শুরু করা থেকে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার ফর্মূলা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পাটনায় বৈঠক হয় তার প্রস্তাব মেনেই। বৈঠকের মধ্যমনি ছিলেন তিনিই। মমতার প্রস্তাব মেনে বিরোধী নেতানেত্রীদের মধ্যে অধিকাংশই লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী দেয়ার পক্ষে সায় দেন। কিন্তু কয়েকটি রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট শরিকদের রাজনৈতিক সমীকরণ যে স্বাভাবিক নয় তাও অজানা নয়।

বিধানসভা ভোটে সাফল্য পেলেও গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা নির্বাচনেই বিজেপির কাছে পরাস্ত হয় আপ। এই নির্বাচনে কংগ্রেসের সমর্থন পেলে এবং দিল্লিতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলে ভোট পাটিগণিতে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি আপের। সেই অঙ্ক মাথায় রেখে কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমাতে চাইছে দিল্লি এবং পাঞ্জাবের শাসকদল আপও। তাই কেন্দ্রের অধ্যাদেশ ইস্যুতে কংগ্রেসকে পাশে পেতে চেষ্টার কসুর করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। কংগ্রেস সূত্রে খবর, আপের সঙ্গে সমঝোতা করার বিষয়ে দিল্লি প্রদেশ কংগ্রেসের তরফে আপত্তি তো আছেই, গুজরাট কিংবা পাঞ্জাবের মতো রাজ্যেও কংগ্রেস নেতারা চাইছেন না আপের সঙ্গে হাত মেলাতে। এ ক্ষেত্রে কংগ্রেস নেতাদের যুক্তি কংগ্রেসকে দুর্বল করে এবং ভোটে দলের ভোট কেটে প্রকারান্তরে বিজেপির সুবিধা করে দিচ্ছে কেজরিবালের দল।

তবে দুই দলেই যে সব নেতা জোটের বিষয়ে আশাবাদী। তাদের ধারনা, লোকসভা ভোটের প্রায় একবছর বাকি। ১৩ জুলাই বেঙ্গালুরুতে জোটের বৈঠক রয়েছে। সেখানে ফের মুখোমুখি হতে পারেন রাহুল ও কেজরিওয়াল। সেখানে অধ্যাদেশ নিয়ে ফের কথা হওয়ার সম্ভবনা রয়েছে। কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে কংগ্রেসকে পাশে পেতে মরিয়া চেষ্টা চালাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন। তার আগে কংগ্রেসের সমর্থন আদায় করতে পারলে দু’দলের মধ্যে দূরত্ব অনেকটাই কমবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর সেক্ষেত্রে দিল্লি প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত আকবর রোডের হিমঘরে চলে যেতে পারে বলেও মনে করছেন তারা।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
আরও

আরও পড়ুন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের