ভূমধ্যসাগর থেকে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার হিউম্যানিটি জাহাজের
০৩ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম
ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে পাঁচটি পৃথক অভিযানে সংকটাপন্ন ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বেসরকারি সংস্থার জাহাজ এসওএস হিউম্যানিটি-১৷ ভূমধ্যসাগরে শুক্রবার সন্ধ্যা থেকে রোববার ভোররাতের মধ্যে এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়৷
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেয়া বেসামরিক বিমান সি-বার্ড৷ বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা৷
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারো কাছে কোন লাইফজ্যাকেট ছিল না৷ টিউনিশিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা৷ কয়েকদিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তারা৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়৷ সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে৷ ২৬ জনের মধ্যে দুই জন নারী ও বেশ কয়েকজন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিলেন৷
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন৷ ফলে তারা ভীষণ দুর্বল এবং ক্লান্ত৷ উদ্ধারকারী জাহাজে তাদের পরিচর্যা করা হচ্ছে৷ পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ জন অভিবাসীকে বিপদসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইটালি কর্তৃপক্ষের বেধে দেয়া নিয়ম অনুযায়ী তাদের উদ্ধারে অংশ নিতে পারেনি৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১কে অরটোনা বন্দরে নোঙ্গর করার অনুমতি দিয়েছে ইটালি৷ এক হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে৷ শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইটালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে৷
শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি৷ ইটালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে, ইটালির উপকূলরক্ষীরা তাদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়৷
ওই অভিযান শেষ না হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সুমদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র৷ মধ্যরাতের পর আরো দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করে হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয়৷ ইটালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়৷
সবমিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন৷ তাদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০ জনেরও বেশি৷ তাদের মধ্যে দুজন শিশু৷ বেশিরভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোন অভিভাবক নেই৷ রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১৷ তিনদিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ৷ জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতা সাড়া দেয়নি ইটালি কর্তৃপক্ষ৷
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা