টাইটান দুর্ঘটনা: কার্যক্রম স্থগিত ওশানগেটের
০৭ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম
টাইটানিক পর্যটন কোম্পানি ওশানগেট অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। মর্মান্তিক ‘টাইটান’ দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নেয়া হল। ওশেনগেট টাইটান ডুবোযানের একটি অপারেটর। ১৮ জুন উত্তর আটলান্টিকে নিখোঁজ হওয়ার পরে এটির বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে, ‘সমস্ত অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
‘টাইটানিক’-র ভগ্নাবেশষ দেখতে গিয়ে আটলান্টিকের গভীরে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ডুবোযান ‘টাইটান’। ওয়াশিংটনের কোম্পানি ওশানগেট পর্যটন, অন্বেষণ, শিল্প এবং গবেষণার জন্য ক্রুসমেত ডুবো জাহাজ সরবরাহ করে। উত্তর আটলান্টিকে টাইটানিকের ধ্বংসস্তূপের এক হাজার ৬০০ মিটার দূরে সমুদ্রের ১২ হাজার ৫০০ ফুট নীচে এই ধ্বংসাবশেষ মেলে। প্রথমে রোবটচালিত যান এই ধ্বংসাবশেষের হদিশ দেয়। তারপর উদ্ধারকারী দল তা উদ্ধার করে।
নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল থেকে প্রায় ৪০০ মাইল (৬৪৪ কিলোমিটার) দূরে জাহাজের ভগ্নাবশেষ মেলে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেই ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানের ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের অংশ ছিলো। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কোম্পানির সিইও স্টকটন রাশও ছিলেন। ধারণা করা হয়, পানির প্রচণ্ড চাপের কারণে অন্তর্মুখী বিস্ফোরণের শিকার হয় টাইটান। ধ্বংসাবশেষের মধ্যে মানুষের দেহাবশেষ রয়েছে বলে ধারণা করা হয়েছে। মার্কিন ও ক্যানাডিয়ান কর্তৃপক্ষ বিপর্যয়ের কারণ অনুসন্ধান শুরু করেছে।
সিইও স্টকটন রাশ ১৯৯৩ সালের প্যাসেঞ্জার ভেসেল সেফটি অ্যাক্টের মতো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তার মত ছিলো, ‘অযথাই বাণিজ্যিক উদ্ভাবনের চেয়ে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছিল।'’ ২০২২ সালে, রাশ সিবিএস নিউজকে বলেছিলেন, ‘আমি মনে করি নিয়ম ভেঙেও নিরাপত্তা বজায় রাখা সম্ভব।’
২০০৭ সালের দিকে ‘আন্ডারওয়াটার এক্সপ্লোরেশন’-এর বাজার বোঝার চেষ্টা করেছিলেন রাশ। তিনি এই সুযোগকে কাজে লাগাতে তৎকালীন ব্যবসায়িক অংশীদার গিয়েরমো স্যোওনলাইনের সঙ্গে ২০০৯ সালে ওশানগেট প্রতিষ্ঠা করেন৷ টাইটান বিস্ফোরণের সময় আরোহী ছিলেন, বিলিয়নেয়ার ব্রিটিশ এক্সপ্লোরার হামিশ হার্ডিং, বিলিয়নেয়ার ফরাসি সাবমেরিন বিশেষজ্ঞ পল-হেনরি নার্জেওলেট এবং পাকিস্তানি-ব্রিটিশ মাল্টি-মিলিয়নেয়ার টাইকুন শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান। ওশানগেট জুন মাসে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য দুটি অভিযান পরিকল্পনা করেছিল। টাইটান দুর্ঘটনার পর, গভীর সমুদ্রের পর্যটনে রাশ টানার কথা বলা হয়েছে। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ