ইরিত্রিয়া উৎসবে সংঘর্ষে আহত হলেন ২৬ জার্মান পুলিশ কর্মকর্তা
০৯ জুলাই ২০২৩, ১২:২৪ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:২৪ পিএম
জার্মানিতে ইরিত্রিয়া উৎসবে সংঘর্ষে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মূলত ইরিত্রিয়ান সাংস্কৃতিক উৎসবকে লক্ষ্য করে জড়ো হওয়া ভিড় দমনের চেষ্টার সময় এই সংঘর্ষ হয়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসময় লাঠিপেটা এবং মরিচের স্প্রেও ব্যবহার করে। -বিবিসি
আটক করা হয় প্রায় ১০০ জনকে। শনিবার (৮ জুলাই) জার্মানির কেন্দ্রীয় শহর গিয়েসেনে ইরিত্রিয়ান সাংস্কৃতিক উৎসবে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয় এবং এতে ২৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় পুলিশ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে এবং শহরের কেন্দ্রে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুঁড়েছে, কিছু যানবাহনের ক্ষতি করেছে এবং উৎসবস্থলের চারপাশে বেড়া ভেঙে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তারা উৎসবে অংশগ্রহণকারীদের বহনকারী বাসেও পাথর ছুড়েছে। টুইটারে পোস্ট করা ভিডিওতে বিক্ষোভকারীদের ওই শহরটিতে পুলিশের সাথে লড়াইয়ে লিপ্ত থাকতে দেখা যাচ্ছে।
বিবিসি বলছে, গত বছর একই রকম অস্থিরতা শুরু হওয়ার পরে শহর কর্তৃপক্ষ চলতি বছর এই উৎসবটি বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় একটি আদালত সেই নিষেধাজ্ঞাটি বাতিল করে দেয়। গিয়েসেনে প্রায় ৮৪ হাজার বাসিন্দা রয়েছেন এবং ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন থেকে শহরটি প্রায় ৫০ কিমি (৩০ মাইল) উত্তরে অবস্থিত।
জার্মানির সেন্ট্রাল কাউন্সিল ফর ইরিত্রিয়ান এই উৎসবের আয়োজন করে থাকে। এই গোষ্ঠীটি ইরিত্রিয়ান দূতাবাসের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। জার্মানি মূলত সাম্প্রতিক বছরগুলোতে অনেক ইরিত্রিয়ানকে আশ্রয় দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে বসতি স্থাপন করতে চাওয়া আফ্রিকান অভিবাসীদের বৃহত্তম দলগুলোর মধ্যে ইরিত্রিয়ান অভিবাসীরা অন্যতম।
বিবিসি বলছে, মানবাধিকার সংস্থাগুলো ইরিত্রিয়ার কর্তৃপক্ষের বৃহৎ আকারের ক্ষমতার অপব্যবহারের তথ্য নথিভুক্ত করেছে। যার মধ্যে কঠোর সেন্সরশিপসহ জোরপূর্বক শ্রম এবং সামরিক বাহিনীতে যোগদানের মতো বিষয়গুলো রয়েছে, যাকে দাসত্বের সাথে তুলনা করা হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ