সীমান্ত অতিক্রম করায় মার্কিন নাগরিককে আটক করল উত্তর কোরিয়া
১৮ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলে সামরিক নিরাপত্তা দেওয়া জাতিসংঘ কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ কমান্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখার (মিলিটারি ডিমারকেশন লাইন) কাছাকাছি বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে অনুমতি না নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে তাঁকে আটক করে উত্তর কোরীয় বাহিনী।
টুইটারে শেয়ার করা এক পোস্টে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘একজন মার্কিন নাগরিক যৌথ নিরাপত্তা এলাকায় অবস্থিত সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ায় (ডিপিআরকে) প্রবেশ করায় তাঁকে আটক করা হয়।’
১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার সীমারেখায় মিলিটারি ডিমারকেশন জোন চালু করা হয় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি বহুজাতিক বাহিনী পাঠানো হয় যা জাতিসংঘ কমান্ড নামে পরিচিত।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, ওই ব্যক্তি উত্তর কোরীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। আমরা দক্ষিণ কোরিয়ার বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি তাঁকে ফিরিয়ে আনতে।’
জাতিসংঘ কমান্ড সেই মার্কিন নাগরিকের নাম-পরিচয় বা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এমনকি কীভাবে সেই লোক সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করল তাও জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, উত্তর কোরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন আগেই মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক যোগাযোগও নেই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ