খুলে পড়েছে চন্দ্রযান ৩ রকেটের অংশ, এবারও ব্যর্থ হবে অভিযান?
১৯ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ১৯ জুলাই ২০২৩, ০২:০৬ পিএম
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা রহস্যজনক তামার রঙের সিলিন্ডার আসলে কী? গত তিন দিন ধরে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রথমে নীরব থাকলেও পরে এ বিষয়ে মুখ খুলেছে ভারতের ইসরো। এটি তাদের চন্দ্রযান-৩ বহনকারী রকেট অংশ বলে স্বীকার করেছে তারা। ফলে জল্পনা শুরু হয়েছে এবারও ব্যর্থ হতে পারে ভারতের চন্দ্রাভিযান।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসরো-র এক শীর্ষ কর্মকর্তা। বিশাল তামার রঙের সিলিন্ডারটি মহাকাশযান বহণকারী রকেটের অংশ বলে নিশ্চিত করেছেন তিনি। তবে সেই রকেট চন্দ্রযান ৩-কে নিয়ে মহাশূন্যে পাড়ি দেয়নি বলেও স্পষ্ট করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘যে সিলিন্ডারটি অস্ট্রেলিয়ার সৈকতে মিলেছে, তা আমাদের পিএসএলভি রকেটের অংশ। চন্দ্রযান ৩-র সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’ উল্লেখ্য এলভিএম-৩ রকেটের মাধ্যমে গত ১৪ জুলাই চন্দ্রযান ৩ সফল উৎক্ষেপণ করা হয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথের একেবারে বাইরের স্তরে রয়েছে চাঁদগামী ভারতের মহাকাশযান।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল ইসরো-র তরফে পিএসএলভি রকেট লঞ্চ করা হয়েছিল। এর মাধ্যমে সিঙ্গাপুরের দু’টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার সৈকতে মেলে সিলিন্ডার সেই রকেটের ভগ্নাবশেষ বলেও জল্পনা ছড়িয়ে পড়ে। যা অস্বীকার করেছে ইসরো। বিশেষজ্ঞদের দাবি, সিলিন্ডারটি অন্তত ২০ বছরের পুরনো। জ্বালানি রাখার জন্য সিলিন্ডারটি রকেটে ব্যবহার করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের এর আগে দুটি চন্দ্রভিযানও ব্যর্থ হয়েছিল। ২০০৮ সালে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-১। ২০০৯ সালের ২৯ অগাস্ট চন্দ্রযান-১-এর অরবিটার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। ২০১৯ সালে চাঁদে পানির উপস্থিতির প্রমাণ পেতে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল চন্দ্রযান-২। কিন্তু সেযাত্রায় একেবারে শেষ মুহূর্তে গিয় ব্যর্থ হয়ে যায় মিশন। চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার আগেই ভেঙে গিয়েছিল ল্যান্ডার ‘বিক্রম’। স্থাপন করতে পারেনি রোভার ‘প্রজ্ঞান’-কেও। তারপর চার বছর পর ১৪ জুলাই আবারও চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। এবার সেই রকেটের অংশ ভেঙে পড়ায় এ মিশনও ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ